Advertisement
১৯ মে ২০২৪

তাপস-তদন্তে পাড়ুইয়ের সিআইডি দল

তৃণমূল সাংসদ তাপস পালের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত শুরু করল সিআইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবার সাংসদের নামে নাকাশিপাড়া থানায় এফআইআর হওয়ার পর, মঙ্গলবার সিআইডি-র দলটি নাকাশিপাড়া যায়। কিন্তু যেখানে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ তাপস পাল মেয়েদের ‘রেপ করিয়ে দেওয়া’-র হুমকি দিয়েছিলেন, সেই চৌমুহা গ্রামে দলটি কাটাল মাত্র পাঁচ মিনিট।

নিজস্ব সংবাদদাতা
নাকাশিপাড়া শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৪ ০৩:৩৪
Share: Save:

তৃণমূল সাংসদ তাপস পালের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত শুরু করল সিআইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশে শুক্রবার সাংসদের নামে নাকাশিপাড়া থানায় এফআইআর হওয়ার পর, মঙ্গলবার সিআইডি-র দলটি নাকাশিপাড়া যায়। কিন্তু যেখানে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ তাপস পাল মেয়েদের ‘রেপ করিয়ে দেওয়া’-র হুমকি দিয়েছিলেন, সেই চৌমুহা গ্রামে দলটি কাটাল মাত্র পাঁচ মিনিট।

ঘটনাচক্রে, পাড়ুই কাণ্ডের তদন্তকারী দলের একাধিক সদস্য রয়েছেন তাপস কাণ্ডের তদন্তের দায়িত্বেও। তাপসবাবুর তদন্তের জন্য গঠিত তদন্তকারী দলের নেতৃত্বে আছেন সিআইডি-র ডেপুটি সুপার শঙ্কর ভট্টাচার্য। দলের অন্যতম সদস্য ইনস্পেক্টর বিজয় যাদব। শঙ্করবাবু এবং বিজয়বাবু, দু’জনেই পাড়ুই কাণ্ডের তদন্তকারী দলে ছিলেন। এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। সিপিএম-এর নদিয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা পলাশীপাড়ার বিধায়ক এস এম সাদি বলেন, “যে তদন্তকারী দলের তদন্তে খুশি হতে পারেনি কলকাতা হাইকোর্ট, সেই দলকে তাপস কাণ্ডের তদন্তভার দেওয়া হল কেন? পাড়ুইয়ের তদন্তের পুনরাবৃত্তি এখানেও হবে না তো?” তিনি বলেন, এই আশঙ্কা থেকেই আদালতের তত্ত্বাবধানে তদন্ত চেয়েছিলেন তাঁরা। এ বিষয়ে জানতে চেয়ে বারবার ফোন করা হলেও এডিজি (সিআইডি) রামফল পওয়ার কোনও মন্তব্য করতে চাননি।

সিআইডির পাঁচ জনের দলটি বিকেল সাড়ে চারটে নাগাদ নাকাশিপাড়া থানায় ঢোকেন। পাঁচটা নাগাদ তাঁরা চৌমুহা গ্রামে যান। গ্রামের যে বটতলায় দাঁড়িয়ে তাপস পাল কুকথা বলেন, সিআইডির ওই দল সেখানেও যান। ঘটনাস্থলের ডান ও বাঁ দিকে কাদের বাড়ি, গ্রামবাসীদের কাছে তা জানতে চান তাঁরা। গ্রামেরই এক বাসিন্দা হাফিজুল রহমানের কাছে তদন্তকারী দলের এক সদস্য জানতে চান, ঘটনার দিন তাপস পাল ওই এলাকায় কী বলেছিলেন। হাফিজুল জানান, বটতলায় দাঁড়িয়ে কুৎসিত অঙ্গভঙ্গি করে সাংসদ মেয়েদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় কথা বলেন।

হাফিজুলের পাশ থেকে গ্রামেরই এক বাসিন্দা বলেন, “স্যার আমার কিছু বলার ছিল।” সিআইডির দলটি তাঁর কথায় কর্ণপাত না করে গাড়িতে উঠে পড়েন। সব মিলিয়ে সিআইডির ওই দল গ্রামে মিনিট পাঁচেক সময় কাটান। এ দিন বটতলায় জড়ো হওয়া গ্রামবাসীদের ভিড়ে এলাকার কোনও মহিলাকে দেখা যায়নি। সিআইডি-ও মহিলাদের সঙ্গে কথা বলার কোনও আগ্রহ দেখায়নি। যদিও সাংসদ মহিলাদেরই উদ্দেশ করে কুকথা বলেন বলে অভিযোগ। সিআইডি দলটি ফের থানায় এসে তাপস পালের বক্তৃতা পরবর্তী পরিস্থিতি জানতে চান।

লোকসভা ভোটের প্রচারের সময়ে তাপসবাবুর কুকথা সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পর, গত ১ জুলাই নাকাশিপাড়া থানায় জয়া সরকার নামে এক মহিলা তাপস পালের বিরুদ্ধে একটি জেনারেল ডায়েরি করেন। সেই ডায়েরির ভিত্তিতে নাকাশিপাড়া থানার এসআই শুভময় সাহা মণ্ডলকে তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত করা হয়। সিআইডির দলটি এ দিন পুলিশের কাছ থেকে তদন্তের সেই রিপোর্টও সংগ্রহ করেন।

সিআইডি সূত্রে খবর, আগামী কয়েক দিনে তদন্তকারী দলটি কলকাতায় তাপস পালের সঙ্গে দেখা করে কথা বলবে। আরও বেশ কিছু সাক্ষীর সঙ্গেও তাঁরা কথা বলবেন। আপাতত এফআইআর-এ দেওয়া ভারতীয় দন্ডবিধির ৫০৪, ৫০৫, ৫০৬ এবং ৫০৯ ধারার ভিত্তিতেই তদন্ত করা হবে বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tapas pal cid probe
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE