Advertisement
১১ জুন ২০২৪

তাপসের ব্যথা

নিজস্ব প্রতিবেদন।সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হল। বিতর্কিত মন্তব্য করার পরে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাপস পাল এ দিন সংসদে উপস্থিত থাকেন কি না, তা নিয়ে কৌতূহল ছিল সর্বত্র। তাপসকে সংসদ থেকে বহিষ্কারের দাবিও উঠেছে। সংসদ শুরু হতে দেখা গেল, তাপস অনুপস্থিত। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, তিনি অসুস্থ হয়ে ভর্তি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। কেন তাঁকে ভর্তি হতে হল, রোগটা কী, তা নিয়ে হাসপাতাল-কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে এই প্রতিবেদন।

পুড়ছে তাপস পালের কুশপুতুল। ধর্মতলায় এক মহিলা সংগঠনের বিক্ষোভে। সোমবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

পুড়ছে তাপস পালের কুশপুতুল। ধর্মতলায় এক মহিলা সংগঠনের বিক্ষোভে। সোমবার। ছবি: সুদীপ্ত ভৌমিক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৪ ০৩:২৩
Share: Save:

সোমবার থেকে সংসদের বাজেট অধিবেশন শুরু হল। বিতর্কিত মন্তব্য করার পরে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তাপস পাল এ দিন সংসদে উপস্থিত থাকেন কি না, তা নিয়ে কৌতূহল ছিল সর্বত্র। তাপসকে সংসদ থেকে বহিষ্কারের দাবিও উঠেছে। সংসদ শুরু হতে দেখা গেল, তাপস অনুপস্থিত। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, তিনি অসুস্থ হয়ে ভর্তি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। কেন তাঁকে ভর্তি হতে হল, রোগটা কী, তা নিয়ে হাসপাতাল-কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে এই প্রতিবেদন।

সবিস্তারে দেখতে ক্লিক করুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tapas pal tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE