Advertisement
১৯ মে ২০২৪

ভর্তিতে হাঙ্গামা এড়াতে পুলিশের দ্বারস্থ কলেজ

স্নাতক স্তরে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তির ব্যবস্থাকে নির্বাসন দেওয়ায় কলেজে কলেজে হাঙ্গামা-দাদাগিরি বাড়বে বলে অনেক অধ্যক্ষই আশঙ্কা করছিলেন। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের কলেজে প্রায় নিত্যদিনই গোলমাল হচ্ছে। এ বার মহানগরেরই বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ-কর্তৃপক্ষের আশঙ্কা, বাইরের লোকজন সেখানে ছাত্র ভর্তিতে হস্তক্ষেপ করতে পারে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৪ ০৩:৩৩
Share: Save:

স্নাতক স্তরে কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তির ব্যবস্থাকে নির্বাসন দেওয়ায় কলেজে কলেজে হাঙ্গামা-দাদাগিরি বাড়বে বলে অনেক অধ্যক্ষই আশঙ্কা করছিলেন। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের কলেজে প্রায় নিত্যদিনই গোলমাল হচ্ছে। এ বার মহানগরেরই বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ-কর্তৃপক্ষের আশঙ্কা, বাইরের লোকজন সেখানে ছাত্র ভর্তিতে হস্তক্ষেপ করতে পারে।

এমন ঘটনা যাতে এড়ানো যায়, সেই জন্য পুলিশকে তৎপর হওয়ার আবেদন জানিয়েছেন ওই কলেজের কর্তৃপক্ষ। ভর্তির আশ্বাস দিয়ে কেউ যাতে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণা করতে না-পারে, তার জন্য প্রয়োজনে সাদা পোশাকে নজরদারি চালানোর জন্যও যাদবপুর থানায় চিঠি পাঠিয়ে অনুরোধ করেছেন অধ্যক্ষ। সম্প্রতি পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সোমবার ওই কলেজের অধ্যক্ষ পুষ্পিতারঞ্জন ভট্টাচার্য বলেন, “ছাত্র সংসদের নাম করে কয়েক জন যুবক ছাত্রছাত্রীদের ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বলে খবর পাই। তার পরেই পুলিশকে চিঠি দেওয়া হয়।” অধ্যক্ষের দাবি, কলেজের পরিচালন সমিতিতে সিদ্ধান্ত হয়েছে, ছাত্র ভর্তি হবে শুধু মেধার ভিত্তিতে। সুপারিশ, দাদাগিরির কাছে মাথা নোয়ানো হবে না। ছাত্র সংসদও তাঁদের সাহায্য করছে বলে জানান অধ্যক্ষ।

“অথচ ছাত্র সংসদের নাম করেই অন্যায় প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বলে খবর। এটা মেনে নেওয়া যায় না,” বলেন অধ্যক্ষ। কলেজে পোস্টার লাগিয়েও সাবধান হতে বলা হচ্ছে ভর্তি হতে আসা পড়ুয়াদের। বলা হচ্ছে, ভর্তির নিয়ে কেউ যেন কলেজ-কর্তৃপক্ষ ছাড়া কারও সঙ্গে কথা না-বলেন, কাউকে টাকা না-দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

jyotish roy college bijoygarh online registration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE