২ডিসেম্বর ২০১৫: সান বার্নার্ডিনো ইনল্যান্ড রিজিওনাল সেন্টারে একটি পার্টি চলছিল। আচমকা সেখানে সৈয়দ রিজওয়ান ফারুক ও তসফিন মালিক নামে এক সন্ত্রাসবাদী দম্পতি ঢুকে হামলা চালিয়েছিল। এই ঘটনায় প্রায় ১৪ জন প্রাণ হারিয়েছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি বার বার রক্তে ভিজেছে ভয়ঙ্কর হামলায়। প্রাণ হারিয়েছেন বহু মার্কিন বাসিন্দা। তা সন্ত্রাসবাদী হানাই হোক বা বন্দুকবাজদের ব্যক্তিগত আক্রমণ। হামলার মুখে বহুবার পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকে পথ দেখানো এই দেশ হানার মুখে পড়ে ছন্নছাড়া হয়েছে বহুবার। বন্দুকের সামনে পড়ে নির্বিচারে গুলি খেয়ে মরতে হয়েছে বহু মার্কিনিকে।৯/১১-র বিধ্বংসী হামলার পর ফ্লোরিডার অরল্যান্ডো শহরে নাইট ক্লাবে বন্দুকবাজের হামলায় এত বিপুল সংখ্যক মানুষ মারা গেলেন। মার্কিন যুক্তরাষ্ট্র এমন বহু পৈশাচিক হামলার সাক্ষী। এক নজরে দেখে নিন মার্কিন মুলুকের বুকে বীভৎস সব হত্যাকাণ্ড।
আরও দেখুন: ভয়াবহ হত্যালীলার পর ফ্লোরিডার ছবি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy