Advertisement
০৮ মে ২০২৪
International News

ব্রেক্সিট অসফল, ইস্তফা ঘোষণা থেরেসা মে-র

ডাউনিং স্ট্রিটের বাড়ির বাইরে দাঁড়িয়ে একটি বিবৃতিতে এ দিন মে বলেন, ‘‘এটা আমার কাছে খুব দুঃখের বিষয় যে, ব্রেক্সিটটা আমি করতে পারলাম না। এই দুঃখটা আমার থেকেই যাবে।’’ এ কথা বলার সময় আবেগে গলা ভেঙে যায় ব্রিটেনের প্রধানমন্ত্রীর।

ছবি- এএফপি।

ছবি- এএফপি।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৪ মে ২০১৯ ১৬:০২
Share: Save:

পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির নেত্রী পদে ইস্তফা দেবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে। ব্রেক্সিট চুক্তিতে দলের এমপিদের সমর্থন জোগাড় করতে না পেরে শুক্রবার আবেগাপ্লুত হয়ে পড়ে মে জানান, আগামী ৭ জুন তিনি ইস্তফা দিচ্ছেন।

ডাউনিং স্ট্রিটের বাড়ির বাইরে দাঁড়িয়ে একটি বিবৃতিতে এ দিন মে বলেন, ‘‘এটা আমার কাছে খুব দুঃখের বিষয় যে, ব্রেক্সিটটা আমি করতে পারলাম না। এই দুঃখটা আমার থেকেই যাবে।’’ এ কথা বলার সময় আবেগে গলা ভেঙে যায় ব্রিটেনের প্রধানমন্ত্রীর।

মে বলেন, ‘‘আগামী ৭ জুন, শুক্রবার কনজারভেটিভ ও ইউনিয়নিস্ট পার্টির নেত্রী পদে আমি ইস্তফা দেব। নতুন নেতা বাছাইয়ের কাজ তার পরের সপ্তাহেই শুরু হবে।’’

আরও পড়ুন- জুনেই কি সরছেন টেরেসা

আরও পড়ুন- ‘নিষ্ঠুর’ মে-সরকার! অসুস্থ ভবানীর জন্য দেড় লক্ষ সই​

কনজারভেটিভ পার্টি সূত্রের খবর, নতুন নেতা বাছাইয়ের কাজ চলবে কয়েক সপ্তাহ ধরে। পার্লামেন্টে যত দিন কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত না হচ্ছেন, তত দিন থেরেসা মেই তদারকি প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE