Advertisement
১৭ মে ২০২৪

বাগদাদি মৃতই, দাবি সিরিয়ায়

বাগদাদির মৃত্যু নিয়ে বহুবার অনেক জল্পনা ছড়িয়েছে। গত জুন মাসেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক দাবি করে, সিরিয়ার রাকা শহরে রুশ বিমানহানায় বাগদাদি মারা গিয়েছেন।

তিন বছর আগে ইরাকের মসুলে শেষবার দেখা গিয়েছিল বাগদাদির এই ছবিই। ফাইল চিত্র

তিন বছর আগে ইরাকের মসুলে শেষবার দেখা গিয়েছিল বাগদাদির এই ছবিই। ফাইল চিত্র

সংবাদ সংস্থা
দামাস্কাস শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ০৩:২২
Share: Save:

আইএস জঙ্গিগোষ্ঠীর নেতা আবু বকর আল বাগদাদি নিহত হওয়ার তথ্য মিলেছে বলে দাবি করল একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। সিরিয়া থেকে ওই সংগঠনটির প্রতিনিধিরা জানিয়েছেন, আইএস কম্যান্ডাররাই বাগদাদির মৃত্যুর কথা স্বীকার করেছেন। কিন্তু কবে, কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে কথা জানাননি। সংগঠনটির তরফে এই বিবৃতি আসার পরে মঙ্গলবার সারা দিনে আইএস-এর তরফে হ্যাঁ বা না, কিছুই বলা হয়নি।

বাগদাদির মৃত্যু নিয়ে বহুবার অনেক জল্পনা ছড়িয়েছে। গত জুন মাসেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক দাবি করে, সিরিয়ার রাকা শহরে রুশ বিমানহানায় বাগদাদি মারা গিয়েছেন। কিন্তু ওয়াশিংটন সে খবরের সত্যতা যাচাই করতে পারেনি। ইরাকের দিক থেকেও সংশয় জানানো হয়।

এ দিন মানবাধিকার সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, সিরিয়ার পূর্বে দেয়া আল-জোর প্রদেশের আইএস নেতৃত্বই জানিয়েছেন যে, বাগদাদি মারা গিয়েছেন। দেয়া আল-জোর এলাকাতেই গত কয়েক মাস ধরে তিনি থাকছিলেন। ২০১৪ সালে ইরাকের মসুলে নিজেকে ‘খলিফা’ হিসেবে ঘোষণা
করার পর থেকে ৪৬ বছর বয়সি বাগদাদি আর কখনও সে ভাবে জনসমক্ষে আসেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Abu Bakr al-Baghdadi ISIS Chief Syria
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE