Advertisement
১৫ জুন ২০২৪

সফর নিয়ে ব্যাখ্যা ঢাকার

ঢাকার দাবি, দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে এই সফরের কোনও যোগ নেই।

শেখ হাসিনা।

শেখ হাসিনা।

সংবাদ সংস্থা
ঢাকা শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ১০:৪২
Share: Save:

বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দিল্লিতে না আসার সঙ্গে ক্ষোভ বা অসন্তোষের কোনও কারণ নেই বলে জানাল ঢাকা। শনিবার বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, রাইসিনা আলোচনায় বক্তা হিসেবে প্রতিমন্ত্রী আলমকে আমন্ত্রণ জানানোর পরে আয়োজকদের জানিয়ে দেওয়া হয়, একই সময়ে সংযুক্ত আরব আমিরশাহিতে কর্মসূচি থাকায় তিনি যেতে পারবেন না। এ জন্য দুঃখপ্রকাশ করে চিঠিও দেওয়া হয়েছিল। ঢাকার দাবি, দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে এই সফরের কোনও যোগ নেই। এর আগে বিদেশমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর বাতিলের পরেও অবশ্য ঢাকার তরফে বলা হয়েছিল, এর পিছনে কোনও বৃহত্তর কারণ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE