Advertisement
০১ নভেম্বর ২০২৪

ইস্তফা দিলেন ‘ব্রেক্সিট’ কাণ্ডারী নাইজেল ফারাজ

‘ব্রেক্সিট’ হওয়ার পর ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট পার্টির (ইউকিপ) শীর্ষ পদ থেকে সরে দাঁড়ালেন নাইজেল ফারাজ। সোমবারই তিনি পদত্যাগ করেছেন।

লন্ডনে সাংবাদিকদের মুখোমুখি নাইজেল ফারাজ। সোমবার রয়টার্সের তোলা ছবি।

লন্ডনে সাংবাদিকদের মুখোমুখি নাইজেল ফারাজ। সোমবার রয়টার্সের তোলা ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ১৮:০৮
Share: Save:

‘ব্রেক্সিট’ হওয়ার পর ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট পার্টির (ইউকিপ) শীর্ষ পদ থেকে সরে দাঁড়ালেন নাইজেল ফারাজ। সোমবারই তিনি পদত্যাগ করেছেন।

কেন এই সিদ্ধান্ত?

ফারাজ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে আসার সিদ্ধান্ত গণভোটে অনুমোদিত হওয়ার পর তাঁর রাজনৈতিক উদ্দেশ্য সফল হয়েছে। ‘ব্রেক্সিটে’র পর তাঁর দলের গণভিত্তি আরও জোরদার হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। গত বছর ব্রিটেনে সাধারণ নির্বাচনের পর ফারাজ দল থেকে সরে গিয়েছিলেন। সে বার কনজারভেটিভদের (টোরি) হয়ে কোস্টাল কেন্ট আসনে পরাজিত হয়েছিলেন ফারাজ। কিন্তু, দলীয় কর্মীদের চাপে এর কিছু দিন পরেই মত বদলে ফের পুরনো দলে ফেরেন ফারাজ। তবে এ বার আর সেই সম্ভাবনা নেই বলে দাবি করেছেন তিনি।

‘ব্রেক্সিটে’র পর ইস্তফা দিয়ে ইউকিপ নেতা ফারাজ বলেন, “আমি নিজের স্বাভাবিক জীবন ফিরে পেতে চাই।” ফারাজের দাবি, গণভোটের সাফল্যের পর এক জন রাজনীতিক হিসেবে যা পাওয়ার তিনি তা পেয়ে গিয়েছেন।

এ দিন লন্ডনে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, “গণভোটের প্রচারে আমি বলেছিলাম, আমার দেশকে ফিরে পেতে চাই। এ বার আমি বলছি, আমার জীবন ফিরে পেতে চাই।”

আরও পড়ুন

লন্ডন ঝিমিয়ে পড়েছে, আর উৎসবে মেতেছে গ্রাম, মফস্‌সল

অন্য বিষয়গুলি:

Nigel Farage Brexit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE