Advertisement
১৬ মে ২০২৪
International news

সংযত হোক চিন, না হলে ফল খারাপ হবে: কঠোর সতর্কবার্তা ওবামার

বিতর্কিত দক্ষিণ চিন সাগরে এবং অন্যান্য আন্তর্জাতিক বিষয়ে আগ্রাসন কমানো উচিত চিনের। মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। চিনা প্রেসিডেন্ট শি চিনফিংকেও সে কথা তিনি বলেছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ওবামা এক সাক্ষাৎকারে জানিয়েছেন।

চিনে জি ২০ সামিটে বারাক ওবামা। ছবি: রয়টার্স।

চিনে জি ২০ সামিটে বারাক ওবামা। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪৪
Share: Save:

বিতর্কিত দক্ষিণ চিন সাগরে এবং অন্যান্য আন্তর্জাতিক বিষয়ে আগ্রাসন কমানো উচিত চিনের। মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। চিনা প্রেসিডেন্ট শি চিনফিংকেও সে কথা তিনি বলেছেন বলে মার্কিন প্রেসিডেন্ট ওবামা এক সাক্ষাৎকারে জানিয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে চিনকে অনেক সংযত হতে হবে এবং দায়িত্বজ্ঞানসম্পন্ন হতে হবে। না হলে ফল ভুগতে হবে। সাফ বার্তা ওবামার।

জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে চিনে যাওয়ার আগে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ওবামা। সেই সাক্ষাৎকারেই ওবামা বলেছেন, চিনা প্রেসিডেন্টকে তিনি সতর্ক হতে বলেছেন। ওবামার কথায়, প্রতিবেশী দেশগুলিচ সঙ্গে চিন যে আগ্রাসী আচরণ করে এবং দক্ষিণ চিন সাগরের বিতর্কিত জলসীমা নিয়ে তারা যে আগ্রাসন দেখাচ্ছে, তা থেকে চিনকে সতর্ক হতে হবে। ওবামা বলেন, ‘‘প্রেসিডেন্ট শি-কে আমি বলেছি, মার্কিন যুক্তরাষ্ট্র যে ক্ষমতার অধিকারী, আংশিক ভাবে হলেও তার কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে সংযত রাখতে জানে।’’ চিনকে কড়া বার্তা দিয়ে সাক্ষাৎকারে ওবামা আরও বলেছেন, ‘‘দক্ষিণ চিন সাগরের প্রশ্নে বা কিছু অর্থনৈতিক ইস্যুতে যখন আমরা দেখি যে চিন আন্তর্জাতিক রীতিনীতি অগ্রাহ্য করছে, তখন আমরা কঠোর অবস্থান নিই। আমরা তাদের বুঝিয়ে দিই, এর ফল খারাপ হবে।’’ প্রায় দেড়শো কোটির কাছাকাছি জনসংখ্যা যে দেশে, সেই দেশের উন্নতিই আমেরিকা চায়, মন্তব্য ওবামার। চিনের মতো দেশ যদি দারিদ্রে ক্লিষ্ট হয়, সে দেশের অর্থনীতি যদি ভেঙে পড়ে, তা হলে তা গোটা পৃথিবীর পক্ষেই খারাপ হবে বলে ওবামা মন্তব্য করেছেন। তাবে চিনের উন্নতি শান্তিপূর্ণ উপায়েই হওয়া উচিত, সতর্কবার্তা মার্কিন প্রেসিডেন্টের।

আরও পড়ুন: ‘একটা মাত্র দেশ সন্ত্রাস ছড়াচ্ছে গোটা অঞ্চলে’, ফের তীব্র আক্রমণে মোদী

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

g 20 summit obama china
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE