Advertisement
০১ জুন ২০২৪
Coronavirus

করোনা নিয়ে রাজনীতি করা উচিত নয়, ট্রাম্পকে বার্তা হু প্রধানের

করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে ইতিমধ্যে ব্যক্তিগত আক্রমণের মুখেও পড়েছেন গেব্রিয়েসাস।

ট্রাম্পকে বার্তা হু প্রধানের। —ফাইল চিত্র।

ট্রাম্পকে বার্তা হু প্রধানের। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
জেনেভা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২০ ১৫:১৭
Share: Save:

করোনা পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার দায় তাঁদের ঘাড়ে চাপিয়েছে মার্কিন সরকার। এমনকি মার্কিন অর্থ সাহায্যও বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তা নিয়ে এ বার মুখ খুললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। তাঁর মতে, নোভেল করোনার প্রকোপে বিশ্ব জুড়ে যে স্বাস্থ্য সঙ্কট দেখা দিয়েছে, তা নিয়ে রাজনীতি করা উচিত নয়। বরং বর্তমান পরিস্থিতিতে আমেরিকা এবং চিনের একজোট হয়ে গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়া উচিত।

কোভিড-১৯ ভাইরাসের হানায় আমেরিকায় মৃত্যুসংখ্যা ১৫ হাজার ছুঁইছুঁই। আক্রান্তের সংখ্যা গিয়ে ঠেকেছে ৪ লক্ষ ৩২ হাজার ১৩২-এ। ডোনাল্ড ট্রাম্প সরকার শুরু থেকে সতর্কতা নেয়নি বলেই সেখানে পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক চলাকালীন হু-এর উপরই এই পরিস্থিতির দায় চাপান ট্রাম্প। অভিযোগ করেন, সবকিছু জানা সত্ত্বেও আগে থেকে আমেরিকাকে সতর্ক করেনি হু। হু চিনের হয়ে পক্ষপাতিত্ব করছে বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার তাঁর সেই অভিযোগ খারিজ করেন হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। তিনি জানান, ৩১ ডিসেম্বর অজ্ঞাত এক রোগের ব্যাপারে তাঁদের প্রথম জানিয়েছিল চিন। সেই থেকে নিয়মিত যাবতীয় তথ্য ও প্রমাণ গোটা বিশ্বের সামনে তুলে ধরেছেন তাঁরা। চিনের হয়ে পক্ষপাতিত্ব করার অভিযোগ খারিজ করে তিনি বলেন, ‘‘প্রত্যেক দেশেরই ঘনিষ্ঠ আমরা। হু একেবারেই পক্ষপাতদুষ্ট নয়।’’

আরও পড়ুন: ‘এমন অবস্থাতেই মজবুত হয় বন্ধুত্ব’, ট্রাম্পের ধন্যবাদের জবাবে মোদী​

কাজ করতে গিয়ে অনেক সময়ই ভুল হয়। সময় মতো তা নিয়ে বিচার বিবেচনাও করবেন তাঁরা। তবে এই মুহূর্তে কোভিড-১৯ নিয়ে রাজনীতি না করাই উচিত বলেও মন্তব্য করেন টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। তিনি বলেন, ‘‘কোভিড-১৯ নিয়ে রাজনীতি না করে, জাতীয় স্তরে একজোট হয়ে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। আন্তর্জাতিক স্তরে পরস্পরের প্রতি সহমর্মিতা দেখানো প্রয়োজন।’’ ১৯৬৭ সালে গুটিবসন্তের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা যেমন সোভিয়েত ইউনিয়নের হাত ধরেছিল, কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়েও ঠিক সেভাবেই আমেরিকা ও চিনকেই গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন গেব্রিয়েসাস।

আরও পড়ুন: ‘মৃতদেহ গোনা ছেড়ে দিয়েছি’, অচেনা নিউইয়র্কের ভয়াল বিবরণ তরুণীর​

করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে ইতিমধ্যে ব্যক্তিগত আক্রমণের মুখেও পড়েছেন গেব্রিয়েসাস। কিন্তু এখন সে সব নিয়ে মাথা ঘামানোর সময় নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘‘হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। এখন এ সব নিয়ে ভাবতে যাব কেন? এখনও সংযত না হলে চোখের সামনে আরও মৃত্যুমিছিল দেখতে হবে আমাদের।’’ অতিমারি রুখতে কে, কী ভূমিকা পালন করেছে, এখন সে সব হিসাবে না গিয়ে, এই মুহূর্তে গোটা বিশ্বকে একযোগে করোনা ভাইরাসের মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্টরপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE