Advertisement
১৯ মে ২০২৪
dead body

Mexico: মেক্সিকোয় সাংবাদিকের দেহ উদ্ধার

সোমবার আট বছর আগে নিখোঁজ হওয়া ৪৩ জন পড়ুয়াকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় নিজের গাড়িতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি।

সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা‌য় কাঠগড়ায় দেশটি।

সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা‌য় কাঠগড়ায় দেশটি। প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মেক্সিকো সিটি শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২২ ০৭:২৭
Share: Save:

ফের এক সাংবাদিকের মৃতদেহ উদ্ধার হল মেক্সিকোয়। শনিবার এ প্রসঙ্গে দেশের সিনালোয়ার গভর্নর জানান, বৃহস্পতিবার মেক্সিকোর উপকূলবর্তী মাজ়ালটান শহরতলির একটি খাল থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। শনাক্তকরণের পরে জানা গিয়েছে, দেহটি সাংবাদিক তথা রেডিয়ো সঞ্চালিকা ক্যান্ডিডা ক্রিস্টাল ভাজ়কুয়েজ়ের।

সাংবাদিকতার স্বাধীনতার পরিসর খর্ব করার অভিযোগে বহুদিন ধরেই বিদ্ধ মেক্সিকো। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা রক্ষার প্রশ্নের নিরিখেও কাঠগড়ায় দেশটি। উল্লেখ্য, এ বছর ইতিমধ্যেই সে দেশে প্রাণ হারিয়েছেন ১৯ জন সাংবাদিক। যার মধ্যে রয়েছেন ফ্রেডিড ‘ফ্রেডি’ রোমান। সোমবার আট বছর আগে নিখোঁজ হওয়া ৪৩ জন পড়ুয়াকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় নিজের গাড়িতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তিনি। জুলাই থেকে ভাজ়কুয়েজ় নিখোঁজ জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল তাঁর পরিবার। পুলিশ জানিয়েছে, দেহটি উদ্ধার হওয়ার পরে তাঁদের সন্দেহ ছিল, তবে পরীক্ষার পরে তারা নিশ্চিত দেহটি ভাজ়কুয়েজ়েরই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

dead body Mexico journalist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE