Advertisement
১১ জুন ২০২৪
COVID 19

Covid 19: ১৩৫ দেশে ছড়িয়ে করোনার ডেল্টা রূপ, আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২০ কোটি

‘হু’ জানিয়েছে, করোনার আলফা রূপ ১৮২টি দেশে ছড়িয়েছে। এ ছাড়া গামা রূপ ছড়িয়েছে ৮১টি দেশে, আর ডেল্টা ১৩৫টি দেশে। এই ডেল্টা রূপের উৎস ভারত।

ফাইল ছবি

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৪:১৭
Share: Save:

কোভিডের ডেল্টা প্রজাতি, যা ভারতেই প্রথম পাওয়া গিয়েছিল, তা ছড়িয়ে পড়েছে পৃথিবীর ১৩৫টি দেশে। আর তার দাপটেই পৃথিবীতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ২০ কোটির সীমানা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র পক্ষ থেকে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। গত ৩ অগস্ট সাপ্তাহিক প্রতিবেদন প্রকাশ করে ‘হু’ জানিয়েছে, করোনার আলফা রূপ পৃথিবীর ১৮২টি দেশে ছড়িয়েছে। এ ছাড়া গামা রূপ ছড়িয়েছে ৮১টি দেশে, আর ডেল্টা ১৩৫টি দেশে।

জুলাইয়ের শেষ এক সপ্তাহ, অর্থাৎ ২৬ জুলাই থেকে ১ অগস্ট পর্যন্ত পৃথিবীতে মোট ৪০ লক্ষ নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শেষ এক মাস ধরে পৃথিবীর নানা প্রান্তে দ্রুত বাড়তে শুরু করছে সংক্রমণ। ভূমধ্যসাগরের পূর্বে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমের দেশগুলিতে যথাক্রমে ৩৭ শতাংশ ও ৩৩ শতাংশ সংক্রমণ বে়ড়েছে আগের সপ্তাহের তুলনায়। দক্ষিণ-পূর্ব এশিয়ায় তুলনায় কম, অর্থাৎ ৯ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। শেষ সপ্তাহে সারা বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ৮ শতাংশের কাছাকাছি। শেষ সাত দিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৪ হাজার মানুষের। ভূমধ্যসাগরের পূর্বে এবং প্রশান্ত মহাসাগরের পশ্চিমের অঞ্চলগুলিতে মৃত্যুর হারও বেড়েছে অনেকটাই। এই দুই অংশে ৪৮ শতাংশ ও ৩১ শতাংশ করে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে।

বিশ্বে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে আছে ২০ কোটির সামান্য উপরে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লক্ষের বেশি। হু-এর সতর্কবার্তায় বলা হয়েছে, যদি এই হারে সংক্রমণ চলতে থাকে, তা হলে আগামী এক সপ্তাহের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে অনেকটাই উপরে। এই সাপ্তাহিক হিসাবে দেখা গিয়েছে, সংক্রমণের বিচারে আমেরিকার ফের শীর্ষ স্থানে রয়েছে। তার পরেই রয়েছে ভারত, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও ইরান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WHO coronavirus COVID 19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE