Advertisement
১৮ জুন ২০২৪

‘চালক’ মোদী ‘যাত্রী’ হলেন বহুজাতিক গাড়ির!

‘চালক’ থেকে ‘যাত্রী’! একটা দেশ চালাচ্ছেন যিনি প্রায় দেড় বছর ধরে, সেই তিনিই কি না অন্য দেশে গিয়ে একটি বেসরকারি বহুজাতিক সংস্থার নতুন একটি ‘মডেল’-এর গাড়িতে ‘যাত্রী’ হয়ে গেলেন! মার্কিন মুলুকের সান হোসে শহরে।

প্রধানমন্ত্রী মোদী ও ‘টেস্‌লা মোটরস্’-এর সিইও এলন মস্ক। আমেরিকার সান হোসে শহরে। শনিবার। ছবি: পিটিআই।

প্রধানমন্ত্রী মোদী ও ‘টেস্‌লা মোটরস্’-এর সিইও এলন মস্ক। আমেরিকার সান হোসে শহরে। শনিবার। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩৯
Share: Save:

‘চালক’ থেকে ‘যাত্রী’!

একটা দেশ চালাচ্ছেন যিনি প্রায় দেড় বছর ধরে, সেই তিনিই কি না অন্য দেশে গিয়ে একটি বেসরকারি বহুজাতিক সংস্থার নতুন একটি ‘মডেল’-এর গাড়িতে ‘যাত্রী’ হয়ে গেলেন! মার্কিন মুলুকের সান হোসে শহরে। আর, সেই গাড়িতে ভারতের প্রধানমন্ত্রীর ‘সহযাত্রী’ হলেন ওই বহুজাতিক মোটর-সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার এলন মাস্ক। যে-সে গাড়ি নয়! পুরোপুরি বিদ্যুতে চলা গাড়ি। ‘ইলেকট্রিক কার’। পেট্রল-ডিজেলের খরচ আর তার যথেচ্ছ ব্যবহারের জেরে দূষণ কমাতে আনকোরা নতুন ‘মডেল’-এর এই গাড়িটি বানিয়েছে মার্কিন বহুজাতিক মোটর-সংস্থা ‘টেস্‌লা মোটরস্‌’। শনিবার, সান হোসে শহরে অনাবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যান প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকেই যান ওই শহরে ‘টেস্‌লা মোটরস্‌’-এর নতুন কারখানায়। দেশেও এর আগে দূষণ কমানোর জন্য ‘ইলেকট্রিক কার’ চালুর পক্ষে জোর সওয়াল করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তাই কি মোদীকে হাতের কাছে পেয়ে তাঁকে তাঁদের অত্যাধুনিক ‘ইলেকট্রিক কার’-এ বসিয়ে দিলেন ‘টেস্‌লা মোটরস্‌’-এর সিইও এলন মাস্ক? লাল গাড়িটির পাশে দাঁড়িয়ে দু’জনকে কিছু ক্ষণ কথা বলতে দেখা যায়। তার পর দু’জনই গাড়িতে উঠে পড়েন। সেই গাড়ি চড়ে কিছুটা পথও পাড়ি দেন।

নরেন্দ্র মোদীর ‘ব্র্যান্ড’-এ কি নতুন গাড়ির ‘মাইলেজ’ বাড়ার আশায় রয়েছেন ‘টেস্‌লা মোটরস্‌’-এর সিইও?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE