Advertisement
২১ মে ২০২৪

ভারতের সায়ে খুশি পাকিস্তান 

যৌথ সিন্ধু কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের আগে অর্থাৎ আগামী রবিবার চন্দ্রভাগা তথা চেনাব অববাহিকার ভারতীয় জলবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে আসছেন পাকিস্তানের তিন পরিদর্শক।

—প্রতীকী ছবি।

—প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ০১:২২
Share: Save:

যৌথ সিন্ধু কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের আগে অর্থাৎ আগামী রবিবার চন্দ্রভাগা তথা চেনাব অববাহিকার ভারতীয় জলবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে আসছেন পাকিস্তানের তিন পরিদর্শক। ইমরান খানের সরকারের সঙ্গে ভারতের এই প্রথম সরকারি সংযোগ নিয়ে পাকিস্তান যে খুশি, তা গোপন রাখেনি ইসলামাবাদ। পাক জলসম্পদ উন্নয়ন মন্ত্রী ফইজল ভাওড়া পরিদর্শনের অনুমোদন নিয়ে বলেছেন, ‘‘সিন্ধু জলচুক্তি নিয়ে বহু যুগ ধরে ভারত পাক বিবাদ চলছে। আমাদের লাগাতার প্রয়াসে বড় সাফল্য এসেছে। চেনাব অববাহিকায় ভারতীয় প্রকল্প পরিদর্শনের অনুমতি দিয়েছে দিল্লি।’’

চুক্তির নিয়ম অনুযায়ী পাঁচ বছরে এক বার সিন্ধু অববাহিকায় ভারতীয় জলবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনের জন্য খুলে দেওয়ার কথা। কিন্তু গত বারের পরিদর্শনের সময় অনুযায়ী অনায়াসে এই দফাকে ভারত ৭ মাস পিছিয়ে দিতে পারত। ভোটের মুখে নরেন্দ্র মোদী কেন যেচে এটি ঘাড়ে নিলেন তা নিয়ে ধন্দে কূটনীতির লোকজন। কারণ, পাকিস্তান যে পরিদর্শনের নামে ভারতের প্রকল্পগুলি নিয়ে তাদের বিরোধিতাকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সামনে তুলে ধরবে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। যা নতুন গলার কাঁটা হতে পারে দিল্লির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE