পৃথিবী থেকে ৪.২ আলোকবর্ষ দূরে নতুন গ্রহের সন্ধান পাওয়া গেল। এই সৌরলোকের সব চেয়ে কাছের তারা অর্থাৎ প্রক্সিমা সেন্টাওরিকে কেন্দ্র করেই ঘুরছে এই গ্রহ। গ্রহটি প্রক্সিমা থেকে এমন দূরত্বে, যাতে এর তাপমাত্রা খুব গরমও নয়, আবার হিমশীতলও নয়। অনেকটা পৃথিবীরই মতো। গবেষকরা বলছেন, এই গ্রহে জলও মিলতে পারে। গ্রহটি এখনও পৃথিবীর দূরবিনে ধরা পড়েনি। শুধুমাত্র প্রক্সিমাকে দেখে, তার আলো বিচার করে এই গ্রহের উপস্থিতি সম্পর্কে ধারণা করেছেন বিজ্ঞানীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy