Advertisement
২১ মে ২০২৪
Nirav Modi

আপাতত জেলেই নীরব মোদী, ফের জামিনের আবেদন খারিজ করল লন্ডনের আদালত

‘‘নীরব মোদী ভবিষ্যতে আত্মসমর্পণ না করতে পারেন, এই বিশ্বাসের পিছনে যথেষ্ট যুক্তি আছে।’’ লন্ডনের আদালতের চিফ ম্যাজিস্ট্রেট এমা আরবুথটন আজ এমনটাই জানিয়েছেন।

হিরে ব্যবসায়ী নীরব মোদী। ছবি- টুইটারের সৌজন্যে

হিরে ব্যবসায়ী নীরব মোদী। ছবি- টুইটারের সৌজন্যে

সংবাদসংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ২১:৪৭
Share: Save:

তেরো হাজার কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) কেলেঙ্কারির মূল অভিযুক্ত নীরব মোদীর জামিনের আবেদন খারিজ করল লন্ডনের আদালত। গত সপ্তাহে তাঁর গ্রেফতারির পর এই নিয়ে দ্বিতীয় বার তাঁর জামিনের আবেদন খারিজ হল লন্ডনের আদালতে।

‘‘নীরব মোদী ভবিষ্যতে আত্মসমর্পণ না করতে পারেন, এই বিশ্বাসের পিছনে যথেষ্ট যুক্তি আছে।’’ লন্ডনের আদালতের চিফ ম্যাজিস্ট্রেট এমা আরবুথটন আজ এমনটাই জানিয়েছেন। গত ডিসেম্বরে এই ম্যাজিস্ট্রেটই আরেক ঋণখেলাপি বিজয় মাল্যকে ভারতে প্রত্যর্পণের নির্দেশ দিয়েছিলেন।

আদালত জামিন নাকচ করায় নীরব মোদীকে ফিরে যেতে হবে দক্ষিণ পশ্চিম লন্ডনের এইচএমপি ওয়ান্ডসওয়ার্থ জেলে। গত বুধবার থেকে এই জেলেই রাখা হয়েছে তাঁকে। আগামী ২৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। সেদিন অবশ্য ভিডিয়ো কনফারেন্সিং-এর মাধ্যমে তিনি শুনানিতে অংশ নেবেন।

আরও পড়ুন: এই দেশে সমকামিতার শাস্তি হবে পাথর ছুড়ে মৃত্যু

শুক্রবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটের আদালতে শুরু হয় নীরবের জামিনের আর্জির শুনানি। সেই জামিনের বিরোধিতা করতে পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত হিরে ব্যবসায়ীর বিরুদ্ধে আরও কয়েকটি তথ্যপ্রমাণ জমা দেয় সিবিআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি)। দুই তদন্তকারী সংস্থার পদস্থ কর্তারা এ দিন ওই সব নথিপত্র তুলে দেন লন্ডনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের হাতে। সিবিআই এবং ইডি-র কর্তাদের দেওয়া জমা দেওয়া নথিপত্র এ দিন আদালতে পেশ করে লন্ডনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস।

লন্ডন প্রসিকিউশন সার্ভিসের বক্তব্য ছিল, এই মামলার প্রত্যক্ষদর্শীদের আগে খুনের হুমকি দিয়েছিলেন নীরব মোদী, তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আছে। ভারতের দুই তদন্তকারী সংস্থারও বক্তব্য ছিল, যত দিন নীরব মোদীকে ভারতের হাতে তুলে না দেওয়া হচ্ছে, তত দিন হিরে ব্যবসায়ী যেন ব্রিটেনের জেলেই থাকেন। কারণ, জামিন পেলেই ফের গা ঢাকা দিতে পারেন নীরব মোদী। সেই বক্তব্যকেই শেষ পর্যন্ত মান্যতা দিল ব্রিটেনের আদালত।

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

ইডি সূত্রের খবর, ভারত সরকার নীরবের পাসপোর্ট বাতিল করে দেওয়ার পরেও পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত তিন বার ব্রিটেনের বাইরে গিয়েছিলেন, লন্ডনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের তরফে এ দিন তা নথিপত্র দিয়ে জানানো হয় আদালতে। এর পরই তাঁর জামিন খারিজ করে দেয় লন্ডনের আদালত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nirav Modi PNB Scam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE