Advertisement
১৫ জুন ২০২৪

পাকিস্তানেই থাকতে চান মালালা

২০১২ সালে সোয়াট প্রদেশে তালিবানের গুলিতে গুরুতর জখম হওয়ার পর মালালাকে নিয়ে যাওয়া হয়েছিল ব্রিটেনে। তার পর প্রথম কালই দেশে এসেছেন অক্সফোর্ডের ছাত্রীটি।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৮ ০২:৩১
Share: Save:

পড়াশোনা শেষ করে পাকিস্তানেই পাকাপাকি ভাবে ফিরতে চান মালালা ইউসুফজাই। আজ এক টেলিভিশন সাক্ষাৎকারে নোবেলজয়ী বলেন, ‘‘পাকিস্তান আমার দেশ। অন্য সকলের মতো আমারও এ দেশে সমান অধিকার।’’

২০১২ সালে সোয়াট প্রদেশে তালিবানের গুলিতে গুরুতর জখম হওয়ার পর মালালাকে নিয়ে যাওয়া হয়েছিল ব্রিটেনে। তার পর প্রথম কালই দেশে এসেছেন অক্সফোর্ডের ছাত্রীটি। আজ তাঁর কথায়, ‘‘২০১২ সালের পাকিস্তান আর আজকের পাকিস্তানে অনেক ফারাক। মানুষ দেশের উন্নতির জন্য ঐক্যবদ্ধ, সক্রিয়। এ বিষয়ে ব্যাপক প্রচার চলছে। এ তো খুবই ভাল কথা।’’ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান বলে আগে বলেছিলেন মালালা। আজ অবশ্য রাজনীতি নিয়ে কিছু বলেননি তিনি।

নিরাপত্তার স্বার্থে মালালার সফর নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে এ দেশে। তাই এখনও কেউ জানেন না, সোয়াটে তিনি যাবেন কি না। পরিস্থিতির উন্নতি হওয়ায় সপ্তাহ কয়েক আগে ওই এলাকায় পর্যটকদের আবার যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন। সেখানকার বাসিন্দা সাহিস্তা হাকিম বলছেন, ‘‘মালালার জীবন আমাদের বদলে দিয়েছে। বাবা-মায়েরা মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন। ও একবার এখানে আসবে না?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE