Advertisement
০১ নভেম্বর ২০২৪

ওবামার দাবি

ইরানের সঙ্গে অনির্দিষ্ট কাল ধরে সংঘর্ষ জিইয়ে রাখার ক্ষেত্রে আমেরিকা বা উপসাগীয় দেশগুলির কোনও জাতীয় স্বার্থ নেই, এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি তিনি জানিয়েছেন, ইরান ওই অঞ্চলে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই আশা রাখেন তারা।

শেষ আপডেট: ১৬ মে ২০১৫ ০৩:০৮
Share: Save:

ইরানের সঙ্গে অনির্দিষ্ট কাল ধরে সংঘর্ষ জিইয়ে রাখার ক্ষেত্রে আমেরিকা বা উপসাগীয় দেশগুলির কোনও জাতীয় স্বার্থ নেই, এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি তিনি জানিয়েছেন, ইরান ওই অঞ্চলে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমনটাই আশা রাখেন তারা। ওবামা বলেছেন, তিনি এবং ‘গাল্ফ কো-অপারেশন কাউন্সিল’-এর রাষ্ট্রনেতারা ইরান-প্রসঙ্গে একাধিক বৈঠক করেছেন। সেখানে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে কী ভাবে ঠেকিয়ে রাখা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। ওবামা জানান, তাঁরা চাইছেন আন্তর্জাতিক আইন মেনে, শান্তিপূর্ণ উপায় সমস্যা মিটিয়ে ফেলে প্রতিবেশী দেশগুলির আস্থা ফিরে পাক ইরান।

অন্য বিষয়গুলি:

obama iran war america
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE