Advertisement
১৮ মে ২০২৪
NewZealand

New Zealand PM: কোভিড বিধি মেনে নিজের বিয়েই বাতিল করে দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

সম্প্রতি আর্ডের্ন তাঁর দীর্ঘ দিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বিয়ের কথা ঘোষণা করেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন। ফাইল ছবি

সংবাদ সংস্থা
ওয়েলিংটন শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ ১০:৫৪
Share: Save:

নিজের দীর্ঘ দিনের সঙ্গীকে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু দেশে ওমিক্রনের বাড়বাড়ন্তে সেই সিদ্ধান্ত বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন।

রবিবার তাঁর এই সিদ্ধান্তের কথা জানিয়ে জেসিন্ডা বলেন, ‘‘কোভিড পরিস্থিতিতে যাঁরা খুব খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তাঁদের প্রতি সমব্যথী হয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।’’ নতুন বিধি অনুযায়ী নিউজিল্যান্ডে এই ধরনের অনুষ্ঠান করা যাবে ১০০ জন আমন্ত্রিতকে নিয়ে। অনুষ্ঠানের প্রত্যেকেরই দু’টি করে টিকা নেওয়া বাধ্যতামূলক।

শনিবার সে দেশে একই পরিবারের ন’জনের ওমিক্রন ধরা পড়ে। তাঁরা প্রত্যেকে দেশের অন্য একটি শহরে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। এর পরই সরকার রবিবার রাত থেকে কড়া কোভিডবিধি চালু করে। ভিড়ে নিয়ন্ত্রণ এবং বাজার ও গণপরিবহণে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নিজের বিয়ে বাতিলের সিদ্ধান্ত নিলেন।

তাঁর কথায়, ‘‘আমি দেশের আর পাঁচটা মানুষের থেকে আলাদা নই। কোভিডের কারণে মানুষ অসুস্থ হচ্ছেন, তাঁরা বাধ্য হচ্ছেন নিজের প্রিয় জনের কাছ থেকে দূরে থাকতে। এই বিষয়টি আমার কাছে কম বেদনাদায়ক নয়।

সম্প্রতি আর্ডের্ন তাঁর দীর্ঘ দিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গে বিয়ের কথা ঘোষণা করেন। কিন্তু কবে বিয়ে করবেন তা জানাননি। মনে করা হচ্ছিল আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তাঁরা বিয়ে করতে পারেন। কিন্তু প্রধানমন্ত্রী নিজেই সেই বিয়ে আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছেন।

নিউজিল্যান্ডে এখনও পর্যন্ত মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ১০৪। মৃত্যু হয়েছে ৫২ জনের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NewZealand Jacinda Ardern Coronavirus
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE