Advertisement
১৭ মে ২০২৪
অরল্যান্ডো

আরও হামলা হবে, ফোনে হুমকি দিয়েছিল মতিন

বন্দুক চালিয়ে একের পর এক প্রাণ নেওয়ার সময়ই ৯১১-তে ফোন করে আইএসের প্রতি আনুগত্য দেখিয়েছিল সে। ৯১১-তে করা ওমর মতিনের সেই কলের লিপ্যন্তর (ট্রান্সস্ক্রিপ্ট) প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২১ জুন ২০১৬ ০৮:২০
Share: Save:

বন্দুক চালিয়ে একের পর এক প্রাণ নেওয়ার সময়ই ৯১১-তে ফোন করে আইএসের প্রতি আনুগত্য দেখিয়েছিল সে। ৯১১-তে করা ওমর মতিনের সেই কলের লিপ্যন্তর (ট্রান্সস্ক্রিপ্ট) প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

লিপ্যন্তর অনুযায়ী, জুন ১২-র ভোর রাতের সেই কলে আরবি ভাষায় মতিন বলছে, ‘‘অরল্যান্ডো থেকে বলছি। আমিই গুলি চালিয়েছি।’’ শুধু এ-টুকু বলেই থেমে থাকেনি সে। ফোনের ও-পারে থাকা ব্যক্তিকে জানিয়েছে, ‘‘আগামী কয়েক দিনে আরও অনেক হামলা দেখতে পাবেন আপনারা।’’ আপতকালীন নম্বরের কর্মী মতিনকে জিজ্ঞাসা করেন, ‘‘আপনি কী করেছেন?’’ যার উত্তরে মতিন বলেন, ‘‘আপনারা এত ক্ষণে জেনেই গিয়েছেন যে, আমি কী করেছি। আমি আত্মঘাতী বর্ম পরে আছি। ঠিক যেমন বর্ম প্যারিসের হামলায় ব্যবহার করা হয়েছিল।’’

এফবিআই আজ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, নিহতদের পরিবারের প্রতি সমবেদনায় এই কথোপকথনের অডিও টেপটি প্রকাশ করা হল না। শুধু লিপ্যন্তরটি প্রকাশ করা হল। এক এফবিআই কর্তার কথায়, ‘‘ঘাতকের কথাগুলো সকলের কাছে পৌঁছে দেওয়া উচিত। যাতে সবাই বুঝতে পারে, মতিন আইএস ভাবধারায় উদ্বুদ্ধ ইসলাম মৌলবাদী ছিল।’’

মতিনের কাজের প্রশংসা করে কালই একটি ভিডিও প্রকাশ করেছে এক আইএস জঙ্গি। মার্কিন পুলিশ জানিয়েছে, আবু ইসমাইল আল আমরিকি নামে ওই জঙ্গি আমেরিকার নাগরিক। ভিডিওতে দেখা গিয়েছে, এক মরুভূমির মধ্যে সেনার পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে সে। হাতে স্বংয়ক্রিয় রাইফেল। মতিনকে দেখে বাকি মুসলিমদের উদ্বুদ্ধ হতে বলছে সে। বলেছে, ‘‘ওমর মতিনের মতো সত্যিকারের যোদ্ধা খুবই কম দেখা যায়।’’ ভি়ডিও বার্তায় মার্কিন সরকারকেও এক হাত নিয়েছে আমরিকি। হুমকির সুরেই বলেছে, ‘‘ড্রোন আর এফ-১৬-এর সাহায্যে আমাদের বাড়িতে বোমা ফেলে আমাদের হারাবে ভেবে ফেলেছ? তা হলে বলব তোমরা খুব বড় ভুল করছ।’’

তবে মার্কিন পুলিশ কিন্তু আজ ফের দাবি করেছে, আইএস জঙ্গি সংগঠন থেকে এই হামলা নিয়ে কোনও নির্দেশ মতিনকে কেউ দেয়নি। সে নিজেই এই হামলার পরিকল্পনা করেছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Omar Mateen islam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE