Advertisement
০১ নভেম্বর ২০২৪
Philippines

টিকা না নিলেই গ্রেফতার, হুঙ্কার দিচ্ছেন এই দেশের প্রেসিডেন্ট

সে দেশে যাঁরা টিকা নিতে অস্বীকার করছেন তাঁদের জেলে ঢুকিয়ে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন দুতের্তে।

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে।

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
ম্যানিলা শেষ আপডেট: ২৩ জুন ২০২১ ১১:২০
Share: Save:

করোনাভাইরাসের টিকা নিতে যাঁরা অস্বীকার করছেন তাঁদের জন্য কড়া দাওয়াই দিলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে। সোমবার সে দেশে অতিমারি টাস্ক ফোর্সের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর সে দেশে যাঁরা টিকা নিতে অস্বীকার করছেন তাঁদের জেলে ঢুকিয়ে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন ডুতেরতে। তাঁর এই বক্তব্য নিয়ে গুঞ্জন ছড়িয়েছে বিভিন্ন মহলে।

দুতের্তে ফিলিপিনোদের উদ্দেশে বলেছেন, ‘‘যদি টিকা নিতে না চান, আপনাদের আমি গ্রেফতার করব। তার পর জেলেই ইঞ্জেকশন দেব।’’ পশুদের চিকিৎসার জন্য ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহারেরও হুমকি দিয়েছেন তিনি। এর পাশাপাশি স্থানীয় প্রশাসনকে প্রেসিডেন্ট জানিয়েছেন, টিকা নিতে অনিচ্ছুকদের তালিকা তৈরি করতে।

দুতের্তের এই বক্তব্যের নিয়ে সমালোচনাও হয়েছে। টিকা না নিলে গ্রেফতার করার কোনও আইন ফিলিপিন্সে আদৌ রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। অনেকে আবার মনে করছেন, টিকা নিতে অনিচ্ছুকদের মধ্যে পরিবর্তন আনতেই হয়তো প্রেসিডেন্ট ভয় দেখিয়েছেন।

ফিলিপিন্স তাঁর নাগরিকদের দিচ্ছে মডার্নার টিকা। সম্প্রতি এক সমীক্ষায় দেখা দিয়েছে, সে দেশের প্রতি ১০ জনের মধ্যে মাত্র ৩ জন টিকা নিতে ইচ্ছুক।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE