Advertisement
০৬ মে ২০২৪
whiskey

প্রায় সওয়া আট কোটি টাকায় বিক্রি হল এই এক বোতল হুইস্কি!

বিরল প্রজাতির হুইস্কির বোতলের দাম শুনলে চমকে উঠবেন!

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৮ ১৬:৪৭
Share: Save:
০১ ১১
হুইস্কি! নামটা শুনলে অনেক রসিকের মন একটু অন্য রকম হতেও পারে। তবে এক বোতল হুইস্কির দামে যদি হয় সওয়া আট কোটি টাকা! স্কটল্যান্ডের এডিনবার্গে নিলামে এই বিপুল দামেই বিক্রি হল বিরল হুইস্কির এই বোতল। এই বিপুল দামের কারণ জানেন?

হুইস্কি! নামটা শুনলে অনেক রসিকের মন একটু অন্য রকম হতেও পারে। তবে এক বোতল হুইস্কির দামে যদি হয় সওয়া আট কোটি টাকা! স্কটল্যান্ডের এডিনবার্গে নিলামে এই বিপুল দামেই বিক্রি হল বিরল হুইস্কির এই বোতল। এই বিপুল দামের কারণ জানেন?

০২ ১১
বিশ্বের অন্যতম সেরা স্বাদের বিরল একটি হুইস্কির বোতল ছিল এটি।

বিশ্বের অন্যতম সেরা স্বাদের বিরল একটি হুইস্কির বোতল ছিল এটি।

০৩ ১১
চলতি বছরের মে মাসে এই একই সংস্থার একটি হুইস্কির বোতল বিক্রি হয় প্রায় ৭ কোটি ৯০ লক্ষ টাকায়। তাকেও ছাপিয়ে গেল এটি। বিক্রি হল প্রায় আট কোটি ১৫ লক্ষ টাকায়।

চলতি বছরের মে মাসে এই একই সংস্থার একটি হুইস্কির বোতল বিক্রি হয় প্রায় ৭ কোটি ৯০ লক্ষ টাকায়। তাকেও ছাপিয়ে গেল এটি। বিক্রি হল প্রায় আট কোটি ১৫ লক্ষ টাকায়।

০৪ ১১
তবে এই বোতলটি কে কিনেছেন, তা জানানো হয়নি। তবে রিচার্ড হার্ভে নামে এক হুইস্কি বিশেষজ্ঞ জানিয়েছেন, এশিয়ার এক ব্যক্তি নিলামে কিনেছেন এটি।

তবে এই বোতলটি কে কিনেছেন, তা জানানো হয়নি। তবে রিচার্ড হার্ভে নামে এক হুইস্কি বিশেষজ্ঞ জানিয়েছেন, এশিয়ার এক ব্যক্তি নিলামে কিনেছেন এটি।

০৫ ১১
১৯২৬ সালে প্রথম এই হুইস্কি তৈরি হয়। তারপর ম্যাককালান ডিস্টেলারিতে এটি রাখা ছিল কাস্কেই। বোতলে ভরা হয় ১৯৮৬ সালে।

১৯২৬ সালে প্রথম এই হুইস্কি তৈরি হয়। তারপর ম্যাককালান ডিস্টেলারিতে এটি রাখা ছিল কাস্কেই। বোতলে ভরা হয় ১৯৮৬ সালে।

০৬ ১১
মোট ২৪টি বোতলে ভরা হয়েছিল এটি।

মোট ২৪টি বোতলে ভরা হয়েছিল এটি।

০৭ ১১
এর মধ্যে ১২টিতে পপ আর্টিস্ট পিটার ব্লেক ও ১২টিতে ভালেরিও আদেমি লেবেল লাগানো হয়েছিল। সেই ভালেরিও আদেমির বয়স এখন ৮৩। ছবি ও কমিক আর্ট তাঁর সবচেয়ে পছন্দের।

এর মধ্যে ১২টিতে পপ আর্টিস্ট পিটার ব্লেক ও ১২টিতে ভালেরিও আদেমি লেবেল লাগানো হয়েছিল। সেই ভালেরিও আদেমির বয়স এখন ৮৩। ছবি ও কমিক আর্ট তাঁর সবচেয়ে পছন্দের।

০৮ ১১
এক ভেন্ডর ম্যাককালান ডিস্টেলারি থেকে বোতলগুলি সরাসরি কেনেন। মালিকই নাকি বিক্রি করেছিলেন এগুলি।

এক ভেন্ডর ম্যাককালান ডিস্টেলারি থেকে বোতলগুলি সরাসরি কেনেন। মালিকই নাকি বিক্রি করেছিলেন এগুলি।

০৯ ১১
এই মুহূর্তে কতগুলি বোতল অবশিষ্ট রয়েছে তা অবশ্য জানা নেই। ২০১১ সালে জাপানের সুনামিতে নষ্ট হয়ে গিয়েছিল একটি। একটি বোতল কেউ নাকি পান করেও ফেলেছিলেন।

এই মুহূর্তে কতগুলি বোতল অবশিষ্ট রয়েছে তা অবশ্য জানা নেই। ২০১১ সালে জাপানের সুনামিতে নষ্ট হয়ে গিয়েছিল একটি। একটি বোতল কেউ নাকি পান করেও ফেলেছিলেন।

১০ ১১
বোনহামস সংস্থার কাছে এখনও এই হুইস্কির তিনটি বোতল রয়েছে।

বোনহামস সংস্থার কাছে এখনও এই হুইস্কির তিনটি বোতল রয়েছে।

১১ ১১
বোনহামসের হুইস্কি স্পেশালিস্ট বলেন, ‘নয়া রেকর্ড গড়ে আমরা খুশি।’

বোনহামসের হুইস্কি স্পেশালিস্ট বলেন, ‘নয়া রেকর্ড গড়ে আমরা খুশি।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE