Advertisement
২১ মে ২০২৪

অতলান্তিকের নীচে বিশাল সোনার খনি আবিষ্কার

এক দু’টি টুকরো নয়। লুকিয়ে আছে টন টন সোনা। এই সোনা লুকিয়ে আছে সমুদ্রের অতলে। ভাবছেন এ আবার কি হেঁয়ালি। না মোটেই মিথ্যে বলছি না। সমুদ্রের গভীরে সত্যিই লুকিয়ে আছে বিশাল সোনার খনি। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের এক অভিযানে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।

চলছে অভিযান। ছবি: টুইটার।

চলছে অভিযান। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ১৫:১২
Share: Save:

এক দু’টি টুকরো নয়। লুকিয়ে আছে টন টন সোনা। এই সোনা লুকিয়ে আছে সমুদ্রের অতলে।

ভাবছেন এ আবার কি হেঁয়ালি। না মোটেই মিথ্যে বলছি না। সমুদ্রের গভীরে সত্যিই লুকিয়ে আছে বিশাল সোনার খনি। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের এক অভিযানে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
আরওভি ডিপ ডিসকভার নামে একটি জলযান পাঠিয়ে এই অভিযান চালিয়েছে আমেরিকার ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন। অতলান্তিক মহাসাগরের গভীরে এই অভিযান চালানো হয়। সমুদ্রের তলায় ডুবে থাকা সোনার পরিমাণ কম করে হলেও ২ লাখ টন। অভিযাত্রীদের দাবি, সমুদ্রের তলায় মাইল দু’য়েক এলাকা জুড়ে ছড়িয়ে আছে এই সোনার খনি।

আরও দেখুন: সোনার হরিণ চাই


অভিযাত্রী দলের আরও দাবি, শুধুমাত্র এই টুকুই সোনা নয়। অন্তত ৩ লাখ টন ডুবন্ত সোনা থাকতে পারে। যে হেতু সোনা সমুদ্রের নোনা জলে গুলে গিয়েছে তাই অভিযাত্রীদের অনুমাণ এত বিপুল পরিমাণেই সোনা পাওয়া যেতে পারে। এক লিটার সমুদ্রের নোনা জলে মিলবে এক গ্রাম সোনার এক-তেরো বিলিয়ন অংশ।
তাই আর চিন্তা কিসের। ভুতের রাজার বর পাওয়ার মতো এ বার আর হাতে তালি না দিয়ে বরং লিটার লিটার সমুদ্রের নোনা জল জমান। তাতেই হবে কেল্লাফতে। মিলবে অমূল্য রতন।

এই সংক্রান্ত আরও খবর...

• শোলার মতোই ভাসবে সোনা!
১৭০৮-এ ডুবিয়ে দেওয়া জাহাজের বিপুল ধনরত্ন উদ্ধার, দাবিদার তিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE