Advertisement
১৪ জুন ২০২৪
Russia-Ukraine Conflict

Russia-Ukraine War: রাশিয়ায় জ্বালানি তেল, গ্যাস, কয়লায় নিষেধাজ্ঞা জারির বিল পাশ আমেরিকার কংগ্রেসে

মস্কোর তরফে দাবি করা হয়েছিল, রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাস নেওয়া বন্ধ করলে বিকল্প ব্যবস্থা করতে ইউরোপের এক বছরেরও বেশি সময় লেগে যাবে।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১০ মার্চ ২০২২ ১১:০২
Share: Save:

ইউক্রেন যুদ্ধের কারণে ধাপে ধাপে রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি শুরু হয়েছিল আগেই। বুধবার সে পথে আরও এগোল জো বাইডেনের সরকার। আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভ-এ পাশ হওয়া বিলে রাশিয়া থেকে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা আমদানির উপর নিষেধাজ্ঞা জারির ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রস্তাবের পক্ষে পড়েছে ৪১৪টি ভোট। বিপক্ষে ১৭টি।

আমেরিকার আইনসভায় এই বিল পাশের ফলে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলিকে নিয়ে রাশিয়া থেকে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস এবং কয়লা আমদানির উপর সার্বিক নিষেধাজ্ঞা জারির পথে হাঁটতে পারবে বাইডেন সরকার।

রাশিয়ার তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপর জার্মানি, ফ্রান্সের মতো পশ্চিম ইউরোপের দেশগুলি অনেকাংশে নির্ভরশীল। এই পরিস্থিতিতে আমেরিকার নিষেধাজ্ঞা জারির উদ্যোগ নেতিবাচক প্রভাব ফেলতে পারে ওই দেশগুলির অর্থনীতিতে। গত সপ্তাহে মস্কোর তরফে দাবি করা হয়েছিল, রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাস নেওয়া বন্ধ করলে বিকল্প ব্যবস্থা করতে ইউরোপের এক বছরেরও বেশি সময় লেগে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE