সমাধির মধ্যে থেকে মিলেছে তার মাথার উজ্জ্বল অলংকারযুক্ত মুকুট, তলোয়ার। লৌহ যুগের এই যোদ্ধার কবরটি ২০০৮ সালে সাসেক্সের বেরস্টেডের ‘বার্কলে হোমস হাউসিং ডেভেলপমেন্ট’ এর সামনে খননকার্য চলার সময় পাওয়া যায়। এত বছর ধরে গবেষণা চালানোর পর গবেষকরা সিদ্ধান্ত নিয়েছেন ২০২০ সালে চিচেস্টার-এর নভিয়াম মিউজিয়ামে প্রদর্শন করা হবে বাস্তবের অ্যাস্টেরিক্সকে।
তিনি আরও বলেন, হয়তো কখনওই এই যোদ্ধার নাম জানা যাবে না। তবে গবেষণা থেকে জানা গিয়েছে তিনি হয়তো পূর্ব ইংল্যান্ডের কোনও জায়গার বাসিন্দা ছিলেন, যিনি গল-দের হয়ে জুলিয়াস সিজারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আবার তিনি ফ্রান্সের বাসিন্দাও হতে পারেন, যিনি নিজেই সিজারের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন তার ‘ডিভাইড অ্যান্ড রুল’ পরিকল্পনা জানতে পেরে।
তার কবরটিও ছিল বেশ সুসজ্জিত। যে হেতু এর আগে এই রকম কোনও যোদ্ধার সমাধি উদ্ধার হয়নি, তাই তাঁদের রীতি, আচার, আচরণ কী রকম ছিল তা জানা যায়নি। তবে এই যোদ্ধার দেহের সঙ্গে যে হেতু তার মুকুটটিও রাখা ছিল, তাই অনুমান করা যায়, সেই যুগের যোদ্ধাদের হয়তো তাঁদের অস্ত্র ও যুদ্ধে আনা যাবতীয় সম্পত্তি সমেত সমাধি দেওয়া হত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy