Advertisement
১৬ জুন ২০২৪

মেগানকে দেখব, রানিকে আর্জি বাবার

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে আবেদন জানালেন রাজকুমার হ্যারির স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগানের বাবা টমাস মার্কল।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮ ০১:৪৫
Share: Save:

মেয়ের সঙ্গে দেখা তো দূর। কথাই নেই বহু দিন। তাই এ বার সরাসরি ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে আবেদন জানালেন রাজকুমার হ্যারির স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগানের বাবা টমাস মার্কল। মেয়ের বিয়ের সময় থেকেই শিরোনামে তিনি। হৃদযন্ত্রে অস্ত্রোপচারের কারণ দেখিয়ে মেগান-হ্যারির বিয়েতে হাজির হতে পারেননি টমাস। তার আগে মেগানকে নিয়ে সাক্ষাৎকার দিয়ে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে টমাসের বিরুদ্ধে। এ বারের সাক্ষাৎকারে বাবা জানাচ্ছেন, রাজপরিবার হোক বা অন্য সাধারণ পরিবার— ছুটির মরসুমে সবার সঙ্গে দেখা হওয়া উচিত। মেয়ের সঙ্গে দূরত্ব ঘোচাতে রানি যদি কিছু করতে পারেন, তিনি খুশি হবেন। মেগানের কাছেও তাঁর আর্জি, ‘‘প্লিজ় আমার সঙ্গে যোগাযোগ করো।’’ এর আগে বহুবার মেসেজ করেও মেয়ের কাছ থেকে কোনও উত্তর পাননি বলে আক্ষেপ জানান টমাস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Elizabeth II Thomas Markle
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE