Advertisement
০৪ মে ২০২৪
Marburg Virus

Marburg Virus: ঘানায় মারবার্গের বলি ২, প্রাণঘাতী ভাইরাসে মৃত্যু হতে পারে ৮৮ শতাংশ আক্রান্তের!

মারবার্গ সংক্রমিত দুই ব্যক্তি মারা গিয়েছেন। তাঁদের নমুনা পরীক্ষা করে সেনেগালের একটি পরীক্ষাগার ভাইরাসটির উপস্থিতির কথা জানিয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
জেনিভা শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ১০:৪৪
Share: Save:

করোনাভাইরাসের থেকেই থেমে সংক্রমণের অভিঘাত। লাসা ভাইরাসের পরে এ বার মারবার্গ ভাইরাস সংক্রমণের ঘটনা চিহ্নিত হয়েছে ঘানায়।

বৃহস্পতিবার আফ্রিকার ওই দেশে মারবার্গ ভাইরাস সংক্রমণের অন্তত দু’টি ঘটনা শনাক্ত করা গিয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র তরফে জানানো হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ‘অতি সংক্রামক’ এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হারে ২৪ থেকে ৮৮ শতাংশ পর্যন্ত হতে পারে।

ঘানার দক্ষিণ আসান্তি এলাকায় মারবার্গ সংক্রমিত দুই ব্যক্তি ইতিমধ্যেই মারা গিয়েছেন। তাঁদের নমুনা পরীক্ষা করে সেনেগালের একটি ভাইরাস পরীক্ষাগার প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, এই ভাইরাসের সংক্রমিতদের জ্বর, বমি ভাব, মাথা ব্যথা-সহ নানা উপসর্গ দেখা যায়। এর আগে গায়নায় এই ভাইরাসের সংক্রমণ চিহ্নিত হয়েছিল।

সাম্প্রতিক অতীতে আফ্রিকায় বিভীষিকা ছড়ানো ইবোলা ভাইরাসের সংক্রমণের সঙ্গে মিল রয়েছে মারবার্গের। প্রায় সাড়ে পাঁচ দশক আগে দক্ষিণ ও পূর্ব আফ্রিকার দেশে মারবার্গ সংক্রমণ প্রথম চিহ্নিত হয়েছিল। ১৯৭৬ সালে প্রথম চিহ্নিত হয় ইবোলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE