Advertisement
২৯ মে ২০২৪

উদ্ধার নীতিতে অনড় পেন্টাগন

সমালোচনার তোয়াক্কা না করে উদ্ধার নীতিতে অনড় রইল পেন্টাগন। আমেরিকার উদ্ধার অভিযান চলার সময়ে ইয়েমেনে আল কায়দা জঙ্গিদের হাতে নিহত হন মার্কিন চিত্র সাংবাদিক লিউক সোমার্স। ব্যর্থ অভিযানের এ হেন ফলশ্রুতি নিয়ে বিতর্ক দানা বাঁধে। তবে আজ প্রতিরক্ষা সচিব চাক হেগেল সাফ জানিয়ে দিলেন, জঙ্গিদের হাতে অপহৃত মার্কিন নাগরিকদের উদ্ধার-নীতি পাল্টানোর কোনও প্রশ্নই উঠছে না।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৪ ০২:২৭
Share: Save:

সমালোচনার তোয়াক্কা না করে উদ্ধার নীতিতে অনড় রইল পেন্টাগন।

আমেরিকার উদ্ধার অভিযান চলার সময়ে ইয়েমেনে আল কায়দা জঙ্গিদের হাতে নিহত হন মার্কিন চিত্র সাংবাদিক লিউক সোমার্স। ব্যর্থ অভিযানের এ হেন ফলশ্রুতি নিয়ে বিতর্ক দানা বাঁধে। তবে আজ প্রতিরক্ষা সচিব চাক হেগেল সাফ জানিয়ে দিলেন, জঙ্গিদের হাতে অপহৃত মার্কিন নাগরিকদের উদ্ধার-নীতি পাল্টানোর কোনও প্রশ্নই উঠছে না। তাঁর কথায়, “এই ধরনের অভিযানে সব সময়েই ঝুঁকি থাকে। সোমার্সের ক্ষেত্রেও ছিল। তবে সে জন্য উদ্ধার নীতি পরিবর্তনের কোনও প্রয়োজন নেই।”

ইয়েমেনের সানায় আল কায়দা জঙ্গিদের হাতে অপহৃত মার্কিন চিত্র সাংবাদিক লিউক সোমার্সকে উদ্ধার করতে গিয়ে ব্যর্থ হয় মার্কিন ড্রোন। লিউককে হত্যা করার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার শিক্ষক পিয়ের কোর্কিকেও খুন করে জঙ্গিরা। এই নিয়ে গত ছ’মাসে তিন বার মার্কিন উদ্ধার কাজ ব্যর্থ হল। স্বাভাবিক ভাবেই আমেরিকার উদ্ধার-নীতি নিয়ে বিতর্ক চরমে। লিউকের পরিবারের তরফেও প্রাথমিক ভাবে মার্কিন প্রশাসনের এই উদ্ধার নীতির প্রতি অসন্তোষ প্রকাশ করা হয়। লিউকের বাবা সাফ জানান, উদ্ধার অভিযান না চললে হয়তো ছেলের প্রাণটা অন্তত বাঁচতো। জোহানেসবার্গের যে দায়িত্বপ্রাপ্ত সংস্থা পিয়েরের মুক্তির দাবি নিয়ে এক বছর ধরে ইয়েমেনের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখে এসেছে, তারাও মার্কিন অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে। ওই সংস্থার দাবি, এই সপ্তাহেই পিয়েরকে অর্থের বিনিময়ে মুক্তি দিতে রাজি হয়েছিল জঙ্গিরা। আমেরিকা ‘সব নষ্ট করে দিল’!

প্রশ্ন উঠছে, জঙ্গিদের হাতে অপহৃত নাগরিকদের উদ্ধার করতে গিয়ে এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ অভিযান কেন? আমেরিকার তরফে অবশ্য জানানো হয়েছে, অভিযান চালানোর দু’দিন আগে জঙ্গিদের প্রকাশ করা ভিডিও দেখে গোয়েন্দারা মনে করেছিলেন লিউকের জীবন বিপন্ন। সে জন্যই চলে উদ্ধার অভিযান। তবে পিয়েরের অপহরণ এবং মুক্তির সম্ভাবনার কোনও তথ্যই তাঁদের কাছে ছিল না বলেও জানিয়েছেন মার্কিন আধিকারিকেরা।

যদিও গত মাসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসের একটি বৈঠকে বিভিন্ন দেশে জঙ্গিদের হাতে অপহৃত মার্কিন নাগরিকদের উদ্ধার-নীতির মূল্যায়ন নিয়ে আলোচনা করেন। জঙ্গিদের হাতে মুক্তিপণ তুলে দেওয়ার বিরোধিতাও করেন তিনি। তবে আজ ওবামা ঘনিষ্ঠ হেগেলের বার্তাতেই স্পষ্ট যে, উদ্ধার-নীতি নিয়ে আন্তর্জাতিক বিতর্কের ধার ধারছে না মার্কিন মুলুক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE