Advertisement
০১ নভেম্বর ২০২৪
Kabul Attack

Afghanistan: কাবুল বিমানবন্দরে আফগানদের ভিড়, শূন্যে গুলি ছু়ড়ল আমেরিকান সেনা

রবিবার দুপুর থেকে কাবুলে তালিবান ঢুকতেই ভিড় জমতে শুরু করে রাজধানী শহরের বিমান বন্দরে। তখনও সুরক্ষিতই ছিল ওই চত্বর।

কাবুল বিমান বন্দরে আফগানদের ভিড়

কাবুল বিমান বন্দরে আফগানদের ভিড়

সংবাদ সংস্থা
কাবুল শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ১১:২৯
Share: Save:

ক্রমশই জটিল হচ্ছে কাবুল বিমান বন্দরের পরিস্থিতি। দেশ ছেড়ে পালাতে চেয়ে ক্রমেই ভি়ড় বাড়ছে কাবুল বিমান বন্দরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার বিমান বন্দর চত্বরে গুলিও ছুড়েছে আমেরিকান সেনা, এমনটাই খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে।
রবিবার দুপুর থেকে কাবুলে তালিবান ঢুকতেই ভিড় জমতে শুরু করে রাজধানীর বিমান বন্দরে। তখনও ওই চত্বর সুরক্ষিতই ছিল। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া-সহ বিশ্বের বহু দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজ চালিয়ে যাচ্ছিল বিমান বন্দরে। দেশ ছেড়ে পালাতে চাইছিলেন আফগান নাগরিকরাও। সোমবার সকালেও ধরা পড়ল সেই ছবি। শেষ সম্বলটুকু নিয়ে আফগান নাগরিদের হুড়মুড়িয়ে বিমানে ওঠার দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল নেটমাধ্যমে।

এক প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থাকে জানান, বেশ কয়েক জন আফগান নাগরিক বিমান বন্দরের টারম্যাকে ভিড় জমাতেই শূন্যে গুলি ছুড়তে আরম্ভ করে আমেরিকার সেনা। তাঁর কথায়, ‘‘আমার প্রচণ্ড ভয় করছে এখানে। শূন্যে প্রচুর প্রচুর গুলি ছুড়ছে ওরা।’’

হামিদ কারজাই আন্তর্জাতিক বিমান বন্দরের রাতের ছবিও প্রকাশ্যে এসেছে নেটমাধ্যমে ভাইরাল একটি ভিডিয়োয়। একটি দাঁড়িয়ে থাকা বিমানের দিকে বিপুল সংখ্যক আফগান নাগরিককে ছুটে যেতে দেখা গিয়েছে ওই ভিডিয়োতে। সেই ভিডিয়োর সত্যতা অবশ্য আনন্দবাজার অনলাইন যাচাই করেনি।

অন্য বিষয়গুলি:

Kabul Attack Afghanistan taliban
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE