Advertisement
১৪ জুন ২০২৪
Rome

আগুন থেকে বাঁচতে জানালার কার্নিসে ঝুলছে যুবক! তার পর কী হল?

মাত্র ৩০ সেন্টিমিটার মতো চওড়া কার্নিসে গুটিসুটি মেরে শুয়ে আছে সাহায্যের প্রতীক্ষায়।

জ্বলছে আগুন। আর জানলার কার্নিসে ঝুলছেন ওই ব্যক্তি। ছবি ইউটিউব ভিডিয়োর দৃশ্য।

জ্বলছে আগুন। আর জানলার কার্নিসে ঝুলছেন ওই ব্যক্তি। ছবি ইউটিউব ভিডিয়োর দৃশ্য।

সংবাদ সংস্থা 
রোম শেষ আপডেট: ২৫ মে ২০১৯ ১৬:৫৭
Share: Save:

বহুতলের উপরের তলায় দাউ দাউ করে জ্বলছে আগুন। সেই বহুতলের চারতলায় এক যুবকের ঘরও ভস্মীভূত হচ্ছে আগুনে। আগুন থেকে বাঁচতে কোনও মতে জানলা দিয়ে বেরিয়ে সে আশ্রয় নিয়েছে জানালার কার্নিসে। সেখানে মাত্র ৩০ সেন্টিমিটার মতো চওড়া কার্নিসে গুটিসুটি মেরে শুয়ে আছে সাহায্যের প্রতীক্ষায়।

গত বুধবার এমনই ঘটনা ঘটনা ঘটেছে রোমের আপ্পিও লাটিনো জেলায়। সেখানেই বহুতলে আগুন লাগায় এরকমই অবস্থায় থেকে নিজের প্রাণ বাঁচিয়েছেন ওই ব্যক্তি। এর পরই সেই বহুতলের আগুন নেভাতে আসে দমকল ও উদ্ধারকারী দল। তারা ক্রেনে করে ওই ব্যক্তিকে উদ্ধার করে নীচে নামিয়ে আনেন।

এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে। প্রচুর মানুষ উদ্ধারের ওই ভিডিয়ো দেখে শিহরিত। দেখুন সেই ভিডিয়ো-

আরও পড়ুন: সাপ খাচ্ছে কাঠবিড়ালি! দেখেছেন কখনও?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fire Rome
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE