Advertisement
০১ নভেম্বর ২০২৪

বাংলা স্টার, আবার বলছি ঘুরে যাও!

অভিযোগ, ইউএস বাংলার পাইলটকে বিভ্রান্ত করেছিল কাঠমান্ডু এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। অথবা এটিসির নির্দেশ অগ্রাহ্য করেছিলেন পাইলট। মঙ্গলবার আনন্দবাজারের কাছে কাঠমান্ডু এটিসি অফিসার এবং পাইলটের কথোপকথনের যে টেপ এসেছে, তা তুলে দেওয়া হল

ছবি: এএফপি।

ছবি: এএফপি।

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৮ ০২:৩৯
Share: Save:

অভিযোগ, ইউএস বাংলার পাইলটকে বিভ্রান্ত করেছিল কাঠমান্ডু এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। অথবা এটিসির নির্দেশ অগ্রাহ্য করেছিলেন পাইলট। মঙ্গলবার আনন্দবাজারের কাছে কাঠমান্ডু এটিসি অফিসার এবং পাইলটের কথোপকথনের যে টেপ এসেছে, তা তুলে দেওয়া হল —

এটিসি: আবার বলছি, রানওয়ে ২০-তে নামা যাবে না। এখন যেখানে আছেন, সেখানে অপেক্ষা করুন

পাইলট: ডান দিকে চক্কর কেটে আসছি। তার পর রানওয়ে ০২-তে নামার জন্য অপেক্ষা করব

এটিসি: সেটাই ভাল। কিন্তু, এখন নামার চেষ্টা করবেন না। ওই রানওয়েতে অন্য বিমান নামছে

পাইলট: (কিছু বলেন, প্রচণ্ড আওয়াজে বোঝা যায়নি)

এটিসি: আপনার আগে অন্য বিমান আছে। তাই ১৫ নটিক্যাল মাইল (২৭ কিলোমিটার) দূরে অপেক্ষা করুন। (অন্য একটি বিমানকে) আকাশে যেখানে আছেন, সেখানে কি হোল্ড করতে পারবেন?

(এটিসি-তে দুই অফিসারের নেপালিতে উত্তেজিত কথোপকথন)

এটিসি: বাংলা স্টার ২১১ (ইউএস বাংলা বিমানের অন্য নাম) রানওয়ে পরিষ্কার। রানওয়ে ২০ বা রানওয়ে ০২— যে দিকে খুশি নামুন

পাইলট: রানওয়ে ২০-তে ল্যান্ড করতে চাই

এটিসি: রানওয়ে ২০-তে ল্যান্ড করতে পারেন। বাতাস ২৭০ ডিগ্রি (পশ্চিম দিক থেকে বইছে) এবং বাতাসের গতি ৬ নটস (ঘণ্টায় ১০.৮ কিলোমিটার)

পাইলট: ককপিট (বিমান) ল্যান্ড করতে প্রস্তুত (কয়েক সেকেন্ড প্রচণ্ড আওয়াজ)

এটিসি: বাংলা স্টার ২১১, রানওয়ে পরিষ্কার দেখতে পাচ্ছেন কি না, জানান

পাইলট: পাচ্ছি না

এটিসি: ডান দিকে ঘুরে যান। তা হলে রানওয়ে দেখতে পাবেন।... এখনও রানওয়ে দেখতে পাচ্ছেন না

পাইলট: এ বার পেয়েছি। আমাকে নামার অনুমতি দেওয়া হোক

(মুখ ঘুরিয়ে এ বার সম্ভবত রানওয়ের অন্য দিকে চলে আসেন পাইলট)

এটিসি: বাংলা স্টার ২১১, রানওয়ে পরিষ্কার, নেমে আসতে পারেন

পাইলট: রানওয়ে ০২-তে নামার জন্য প্রস্তুত

এটিসি: রজার (ঠিক আছে), রানওয়ে ০২-তে নেমে আসুন। রানওয়ে পরিষ্কার

(আবার প্রবল আওয়াজ)

এটিসি: আর্মি ৫৩ (নেপাল সেনাবাহিনীর কোনও বিমান), আগে বিমান রয়েছে। বাংলা স্টার ২১১, রানওয়ে ২০-র কাছাকাছি নেমে এসেছে। আপনি কি এখনকার অবস্থানে থাকতে পারবেন?

সেনা পাইলট: পারব

এটিসি: (ওই একই নির্দেশ আরও একটি বিমানকে) আর্মি ৫৩ বিমান ১০ মাইল (১৮ কিলোমিটার) দূরে অপেক্ষা করছে। আপনিও করুন সেই

পাইলট: ঠিক আছে

(এর পরে ভয়ঙ্কর শব্দ)

এটিসি: (উত্তেজিত ভাবে) বাংলা স্টার ২১১, আবার বলছি, ঘুরে যাও, ঘুরে যাও....

(ভয়ঙ্কর শব্দ)

এটিসি: আগুন....

(চিৎকার ভেসে আসে ‘কাঠমান্ডু টাওয়ার’, ‘কাঠমান্ডু টাওয়ার’)

(কিছু পরে)

এক পাইলট: রানওয়ে কি বন্ধ?

এসিটি: হ্যাঁ। ইউএস বাংলা-র বিমান ভেঙে পড়েছে।

অন্য বিষয়গুলি:

Plane crash Kathmandu কাঠমান্ডু
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE