Advertisement
১৮ মে ২০২৪
Cookies

Viral: কিশমিশ, কাজু বা চকোলেট চিপ নয়, কুকির ভিতরে কিসের বাসা?

কুকিতে কামড় দিতেই  দানা দানা কী এক পদার্থ, টিকটক প্ল্যাটফর্মে ভাইরাল হল ভিডিয়ো

 দু’খানা কুকি পর পর খাওয়ার পরে ব্রেনা বুঝতে পারেন, কোথাও কিছু গোলমাল ঘটেছে।

দু’খানা কুকি পর পর খাওয়ার পরে ব্রেনা বুঝতে পারেন, কোথাও কিছু গোলমাল ঘটেছে। ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ১৫:২৬
Share: Save:

কুকি খেতে কে না ভালোবাসেন? স্বাদ বাড়াতে বিভিন্ন সময় কুকির সঙ্গে চকোলেট চিপ, জিরে অথবা তিলের দানা ব্যবহার করা হয়। সব মিলিয়ে মানুষের কাছে কুকি বিপুল লোভনীয়। আর অবশ্যম্ভাবী ভাবে তা লোভনীয পিঁপড়েদের কাছেও।

ব্রেনা নামের এক মহিলা প্যাকেট ভর্তি কুকি কিনে বাড়িতে আনেন। দু’খানা কুকি পর পর খাওয়ার পরে ব্রেনা বুঝতে পারেন, কোথাও কিছু গোলমাল ঘটেছে।

চিবোনোর কিছু ক্ষণ পর তাঁর মুখের ভিতর অদ্ভুত দানার মতো কিছু অনুভব করেন। পরে টের পান, সেই সব দানা আসলে পিঁপড়ের ঝাঁক। কুকির স্বাদ নিতে তারা ঢুকে পড়েছিল। কিন্তু কুকি বানানোর সঙ্গে সঙ্গে তারা দেহ রাখে এবং শেষমেশ কুকির অংশেই পরিণত হয়।

যখন তিনি বুঝতে পারেন ঘটনাটি ঠিক কী, সেই মুহূর্তেই তিনি টিকটক প্ল্যাটফর্মে একটি ভিডিয়ো আপলোড করেন। পিঁপড়ে সমেত কুকির ছবি আর বিটকেল মুখভঙ্গির সেই ভিডিয়ো আপলোড করার সঙ্গে সঙ্গেই তা বহু মানুষের কাছে পৌঁছে যায়। প্রায় ২০ লক্ষ টিকটক ব্যবহারকারী এই ভিডিয়োটি দেখেছেন।

নেটাগরিকদের মধ্যে কেউ কেউ ভিডিয়োটি দেখে মজা পেলেও অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।

বাংলার প্রবাদ, পিঁপড়ে খেলে নাকি মানুষ সাঁতার শেখে। ব্রেনা তা শিখেেছেন কি না, জানা ‌যাচ্ছে না ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cookies Ant Viral video Tiktok
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE