Durga Puja song

পুজোর নির্যাস পুজোর গানেই, এ বছর কোন কোন গান উপহার পেলেন শ্রোতারা?

রেডিয়ো-ক্যাসেটের যুগ অনেক আগে বিদায় নিলেও টিভি অথবা ডিজিটাল মঞ্চে নিয়ম করে এখনও মুক্তি পায় দুর্গাপুজোর গান।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৪
Share:

প্রতীকী চিত্র

কালের নিয়মে ধারা বদলালেও দুর্গাপুজোর আমেজ পুজোর গান ছাড়া অসম্পূর্ণ। রেডিয়ো-ক্যাসেটের যুগ অনেক আগে বিদায় নিলেও টিভি অথবা ডিজিটাল মঞ্চে নিয়ম করে এখনও মুক্তি পায় দুর্গাপুজোর গান। চলতি বছর কী কী মুক্তি পেল? এক ঝলকে রইল সবটাই।

Advertisement

এ বছর শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে মুক্তি পেয়েছে পুজো উপলক্ষে তাঁর নতুন গান ‘শরৎ মেঘে নতুন আলো’। তাতে সুর দিয়েছেন তাঁর দুই কন্যা।

এ বার সুদূর টাইম স্কোয়্যারের দুর্গাপুজোর থিম সং, ‘দুর্গা এল’তে সুর দিয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায়। গেয়েওছেন জোজো মুখোপাধ্যায়ের সঙ্গে। আয়োজনে ‘বেঙ্গলি ক্লাব ইউএসএ’।

Advertisement

চলতি মাসেই ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে মনামী ঘোষের পুজোর গান ‘কল্কি’। এটি শ্রীবিষ্ণুর দশম অবতার। পুজোর আগেই ‘গৌরী’ এসেছে মনামীর হাত ধরে।

গানে গানে পুজোর আমেজ ছড়িয়েছেন দুই নায়িকা শ্যামৌপ্তি মুদলি ও প্রান্তিকা দাস। গানের নাম ‘দুগ্‌গা মায়ের জয়’। কৃষ্ণেন্দু রাজ আচার্যের সুরে ও কথায় গানটি গেয়েছেন অন্তরা মিত্র।

পুজোর নতুন গান নিয়ে হাজির শিলাদিত্য চৌধুরী এবং সোম চক্রবর্তীও। গানের নাম ‘রক স্তোত্র’।

তালিকায় অবশ্যই থাকবে ‘হুলিগানিজ়ম’-এর ‘পূজার গান’, ইতিমধ্যেই শ্রোতাদের নজর কেড়েছে এই গান।

‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement