Durga Puja Outside Kolkata

কল্লোলিত উদযাপন

মুম্বইয়ের অন্যতম বাঙালি সংগঠন 'কল্লোল'।এ বার তাদের ৫৪তম শারদ উৎসব।

Advertisement

লোপামুদ্রা দাস

গোরেগাঁও পশ্চিম, মুম্বই শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১১:০০
Share:

কল্লোল সংগঠনের পুজো।

মুম্বইয়ের অন্যতম বাঙালি সংগঠন 'কল্লোল'। নানা সামাজিক কর্মকাণ্ডে সারা বছরই আমরা জড়িয়ে থাকি। তারই একটা দুর্গাপুজো। এ বার আমাদের ৫৪তম শারদ উৎসব। পুজো তো বটেই, তার পাশাপাশি ভোজনরসিক বাঙালির জন্য খাওয়াদাওয়া আর নানা সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্য বারের মতো এ বারও থাকছে আমাদের আয়োজনে।

Advertisement

এ বার আমাদের থিমে বিশ্বজোড়া জলবায়ুর পরিবর্তনের উদ্বেগ প্রকাশ পাবে। পরিবেশের কথা ভেবে এ বার প্রকৃতিতে কার্বন নির্গমন কমাতে আমরা বাঙালির চিরপরিচিত সোলা দিয়ে মূর্তি ও মন্ডপ তৈরি করেছি।

সোলার শিল্প বাংলার আদি হস্তশিল্পগুলির মধ্যে অন্যতম। একশো দশ জনেরও বেশি কারিগর এ বার এক মাসেরও বেশি সময় ধরে কাজ করেছেন। ঐতিহ্য আর আধুনিকতায় 'কল্লোলের' পুজো এ বারও অন্যান্য বারের মতো বাঙালি-অবাঙালি সকলের মন কাড়বে এই আশা করে আমাদের শেষ মুহূর্তের কাজ কর্ম এখনও চলছে।

Advertisement

ছবি: পুজো উদ্যোক্তাদের সৌজন্যে।

আরও পড়ুন: সাগর পারের আটলান্টা উইক এন্ডেই খুঁজছে শিউলির সুবাস​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন