Saheb Susmita

নাটকের মহড়া নিয়ে ব্যস্ততা তুঙ্গে, এর মাঝে সাহেব-সুস্মিতার ছোটপর্দায় ফেরার জল্পনা, কী জানালেন নায়িকা?

এর মধ্যেই আলোচনা সাহেব-সুস্মিতা নাকি নতুন ধারাবাহিকে ফিরছেন। সম্প্রতি ‘বৃন্দাবন বিলাসিনী’ ধারাবাহিকে প্রচারঝলকে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৯:২২
Share:

সত্যিই কি ধারাবাহিকে ফিরছেন সুস্মিতা এবং সাহেব? ছবি: সংগৃহীত।

‘কথা’ শেষ হয়ে গেলেও সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে-কে নিয়ে আলোচনার শেষ নেই। এই তাঁরা বেঙ্গালুরুতে নতুন বছরের উদ্‌যাপন করছেন। আবার এই হয়তো একসঙ্গে মঞ্চে অভিনয়ের মহড়া দিচ্ছেন। সর্বত্র তাঁরা জুটিতে। তবে এ বার আর একসঙ্গে দেখা যাবে না তাঁদের। প্রথম বার ওয়েব সিরিজ়ে অভিনয় করছেন সুস্মিতা। সেখানে এই জুটিকে দেখা যাবে না?

Advertisement

সুস্মিতা বললেন, “না এটা তো সম্ভব নয় যে আমরা একসঙ্গে সব সময়ে কাজ করব। আর এ কথা আমরা কোথাও ঘোষণাও করিনি। তবে এটা ঠিক, সাহেব আমাকে খুব সাহায্য করেছে।” এখন যদিও যুগলে ব্যস্ত তাঁদের আসন্ন নাটকের মহড়া নিয়ে। রাতভর রিহার্সাল চলছে। প্রথম বার মঞ্চে অভিনয় করবেন। সেটা নিয়েই এখন বেশি চিন্তিত সুস্মিতা।

অভিনেত্রী বলেন, “খুব চিন্তাই হচ্ছে। প্রথম বার মঞ্চে অভিনয় করব। সবার সাহায্য পাচ্ছি। আমাদের দু’জনকে পর্দাতেই দেখেছে সবাই। মঞ্চে কেমন লাগবে সেটা নিয়ে ভাবছি। অনেক নতুন কিছু শিখছি।” তবে এর মধ্যেই আলোচনা, তাঁরা নাকি নতুন ধারাবাহিকে ফিরছেন। সম্প্রতি ‘বৃন্দাবন বিলাসিনী’ ধারাবাহিকের প্রচারঝলকে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তাতেই ধারণা আবার ছোটপর্দায় ফিরছেন দু’জনে। কিন্তু আদতে সেটা ঘটেনি। সুস্মিতা যোগ করেন, “বহু দিন পরে আমাদের পুরনো স্টুডিয়োয় গিয়েছিলাম আমরা, যেখানে ‘কথা’র শুটিং হত। ওই ধারাবাহিকে অতিথিশিল্পী হিসাবে দেখা যাবে আমাদের। আর কিছুই নয়। সে দিন শুটিং করতে গিয়ে পুরনো দিনের কথা মনে পড়ছিল।” ১৭ জানুয়ারি মঞ্চস্থ হবে তাঁদের প্রথম নাটক। আপাতত সেই দিকেই মন দিতে চান সুস্মিতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement