স্বামীর মঙ্গল কামনায় হিন্দু স্ত্রীদের ব্রত রাখার এই নিয়ম শতাব্দী প্রাচীন। তবে সময়ের সঙ্গে সঙ্গে বলিউডের হাত ধরে আরও জৌলুসের সঙ্গে জনপ্রিয়তা পেয়েছে ‘করবা চৌথ’।
‘কভি খুশি কভি গম’ থেকে শুরু করে ‘হম দিল দে চুকে সনম’, বারে বারে বলিউডের পর্দায় ফুটে উঠেছে করবা চৌথের কিছু আইকনিক দৃশ্য।
প্রথমেই আসে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র ‘রাজ’ ও ‘সিমরন’-এর কথা।
সারা দিন উপবাসে থাকার পর রাজের হাতে খাবার খেয়ে ও জল পান করেই উপবাস ভঙ্গ করে সিমরন। দশক পেরিয়েও অনুরাগীদের কাছে শাহরুখ খান ও কাজলের এই দৃশ্য আজও অমলিন।
‘বাগবান’ ছবিতে অমিতাভ বচ্চন এবং হেমা মালিনীর করবা চৌথের দৃশ্যও গেঁথে রয়েছে দর্শকদের মনে।
‘কভি খুশি কভি গম’-এর রাহুল এবং অঞ্জলিকে কী ভাবে ভোলা যায়?
অঞ্জলিকে ভালবেসে নিজের ঘর ছেড়েছিলেন রাহুল। লন্ডনে তাঁদের খুনসুটি ও ভালবাসায় গড়ে ওঠা সুখী গৃহকোণ আজও মনে রেখেছেন বলিউড প্রেমীরা।
‘বোলে চুড়িয়া’ গানের একটি দৃশ্যের সঙ্গেই দেখা যায় কাজল অর্থাৎ অঞ্জলি চালুনির মধ্য দিয়ে শাহরুখ অর্থাৎ রাহুলকে দেখছেন। তার পর স্বামীর পা ছুঁয়ে প্রণাম করতে গেলেই আটকায় অঞ্জলিকে আটকায় রাহুল।
‘ইশক ভিস্ক’ ছবিতে শাহিদ কপূর এবং অমৃতা রাও অভিনয় করেছিলেন রাজীব ও পায়েলের চরিত্রে। দু’য়ের করবা চৌথের দৃশ্যেও নস্টালজিয়ায় ডুব দেন দর্শক।
সলমন খান, ঐশ্বর্যা রাই বচ্চন এবং অজয় দেবগন অভিনীত ‘হম দিল দে চুকে সনম’ ছবিটি বলিউডের অন্যতম আইকনিক ছবিগুলির তালিকায়।
সমীরকে (সলমন) ভালবাসার পরেও ধনরাজের (অজয়) জন্য করবা চৌথের ব্রথ রেখেছিল নন্দিনী (ঐশ্বর্যা)।
‘বিবি নম্বর ১’ ছবিতে আদ্যোপান্ত পতিব্রতা একজন নারীর চরিত্রে অভিনয় করেছিলেন করিশ্মা কপূর। যদিও অন্য দিকে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল সলমন খান অভিনীত চরিত্রটি। গল্পে প্রেম (সলমন) -এর জন্য করবা চৌথের ব্রত রেখেছিল পূজা (করিশ্মা)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)