সংগৃহীত চিত্র।
এ বারের পুজোর মরশুম শুরু হওয়ার ঠিক মুখেই শহর কলকাতায় অনুষ্ঠিত হয় তিন দিনের এক জমাটি অনুষ্ঠান। যার পোশাকি নাম ছিল - 'দ্য সিসিইউ ফেস্টিভ্যাল ২০২৫'।
'কলকাতা ট্যাট্টু ফেস্টিভ্যাল'-এর সঙ্গে যৌথ ভাবে এই অনুষ্ঠানের সমস্ত আয়োজন সারা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় গত ১৯ সেপ্টেম্বর এবং তা শেষ হয় গত ২১ সেপ্টেম্বর। নিউ টাউনের বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টারে এই তিন দিন ধরে নানা ধরনের সাংস্কৃতিক উপস্থাপনা পেশ করা হয়।
সংগৃহীত চিত্র।
আয়োজনের প্রথম চমক ছিল - 'ফ্লি মার্কেট'। যেখানে স্থানীয় পরিবেশবান্ধব ব্র্যান্ডগুলি তাদের প্রস্তুত করা বিভিন্ন ধরনের গয়না, পারফিউম, হস্তশিল্প প্রভৃতির সম্ভার সাজিয়ে বসে।
এই অনুষ্ঠানেই ভারতের মধ্যে প্রথম 'স্টার্টআপ অকশন' বা নতুন উদ্যোগপতিদের জন্য নিলামের আয়োজন করা হয়। একই সঙ্গে, এই সমস্ত তরুণ উদ্যোগপতিদের এগিয়ে যাওয়ার দিশা দেখাতে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৩০ জনেরও বেশি মেন্টর বা পরামর্শদাতা।
এ ছাড়াও, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা কী ভাবে শিক্ষাব্যবস্থাকে প্রভাবিত করছে, তা নিয়েও একটি আলোচনার আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের মঞ্চে। এর পাশাপাশি সান্ধ্য আকর্ষণ হিসাবে ছিল - বর্ণাঢ্য সাংস্কৃতিক উপস্থাপনা। যার মধ্যে বাংলা ব্যান্ড 'হুলিগানিজ়ম'-এর পারফরম্যান্স সকলের নজর কাড়ে। এই অনুষ্ঠানের দ্বিতীয় দিনে একটি ভিনটেজ কার ব়্যালিও আয়োজন করা হয়েছিল। যার নেতৃত্বে ছিল - ক্লাসিক ড্রাইভার্স ক্লাব।
অনুষ্ঠানের একে বারে শেষ পর্ব ছিল বাঙালিয়ানায় ভরা। কিন্তু, তাতেও ছিল স্বাতন্ত্র ও ব্যতিক্রমী ভাবনার ছোঁয়া। মহালয়া উপলক্ষ্যে সেদিন একটি ম্যারাথানের আয়োজন করা হয়েছিল। যা শুরু করা হয় ঢাকের বাদ্যি বাজিয়ে! যা কিনা দেবীপক্ষের শুভ সূচনার প্রতীক! ১ হাজারেরও বেশি মানুষ এই ম্যারাথনে অংশ নেন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।