Koel Mallick Interview

যে সমান হাতে সংসার ও বাইরে সামলায়, সে-ই দশভুজা: কোয়েল

তিনি কোয়েল মল্লিক। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি এখন দুই সন্তানের মা-ও। ব্যক্তিগত ও পেশাগত জগৎ- দু’ই নিপুণ ভাবে সামলাচ্ছেন নায়িকা। কোয়েলের কাছে ‘নারীশক্তি’র সংজ্ঞা এটাই।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০১
Share:

প্রতীকী চিত্র

পর্দায় ‘দেবী’ রূপে ধরা দিয়েছেন বহু বার। কে? কোয়েল মল্লিক। তবে অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি এখন দুই সন্তানের মা-ও। ব্যক্তিগত ও পেশাগত জগৎ- দু’ই নিপুণ ভাবে সামলাচ্ছেন নায়িকা। কোয়েলের কাছে ‘নারীশক্তি’র সংজ্ঞা এটাই। অভিনেত্রী বলেন, “যে সমান হাতে সংসার ও বাইরেটা সামলায়, সে-ই তো দশভুজা।”

Advertisement

কোয়েলের মতে, প্রতিটা মহিলার মধ্যেই লুকিয়ে দেবী দুর্গার স্বরূপ। তিনি বলেন, “এই যে একজন মহিলা ভোর বেলা সকালে উঠে বাড়ির সকলের জন্য খাবার তৈরি করে কাজে বেরিয়ে যান। বাইরের সবটা সামলে বাড়িতে এসে আবার সংসারে মন দেন। সন্তানদের পাশাপাশি বাড়ির বয়স্কদের দেখাশোনা করেন। আমি সকল মহিলাদের কাছে একটাই অনুরোধ রাখব, তাঁরা যেন কোনও সময়ে ভুলে না যান যে তাঁদের মধ্যেও মা দুর্গা রয়েছেন। নিজেদের মধ্যে স্বয়ংসম্পূর্ণা স্বরূপটিকে জাগ্রত রাখার অধিকার শুধু নিজেদের হাতে রয়েছে।”

১০১ বছরে পা দেবে এ বার কলকাতার মল্লিক বাড়ির পুজোর। যদিও অভিনেত্রী-কন্যা কাব্যর কাছে এটাই প্রথম দুর্গাপুজো। তবে ছেলে কবীর এখন বেশ উপভোগ করতে শিখেছে পুজোর আমেজ, এমনটাই দাবি কোয়েলের। দুই সন্তানকে নিয়ে এই বছরের পুজোটা আরও বেশি ‘বিশেষ’ অভিনেত্রীর কাছে। তিনি বলেন, “এ বারে প্রথম বার পুজো দেখবে কাব্য। দু’জনকে নিয়ে এই বছরের পুজো খুব বিশেষ ভাবে কাটবে। এখন থেকেই ভেবে রেখেছি কে কোনদিন কোন জামাটা পরবে।” কোয়েলের কথায়, “ওদের জামা কাপড় কিনতে কিনতে আমিও ফিরে যাই আমার ছোট বেলায়। মায়ের কাছে আবদার করতাম পছন্দের ফ্রকের জন্য। কাব্য এখন অনেকটাই ছোট। আমি চাই ওর-ও যেন মনে থেকে যায় ওর প্রথম পুজো।”

Advertisement

চলতি বছরের মহালয়ায় আবারও দুর্গার বেশে ফিরছেন কোয়েল। অভিনেত্রী নিজে কী চাইলেন দেবীর কাছ থেকে? তাঁর সহজ জবাব, “সবাই ভাল থাকুক, আনন্দে থাকুক আর সুস্থ থাকুক…”

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement