Band Storm 2025

'আর ২-৩ গান হিট করলে ভোটে দাঁড়াব', 'ব্যান্ড স্টর্ম'-এর আগে 'হুলিগানিজ়ম' নিয়ে কেন এমন বললেন অনির্বাণ?

এত বছর পর আবারও কোনও বাংলা ব্যান্ড এতটা জনপ্রিয় হল, এটার মূল কারণ হিসেবে 'হুলিগানিজ়ম'-এর সদস্যরা 'মেলার গান' গানটিকেই মনে করেন।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১০:৪০
Share:

সংগৃহিত চিত্র

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হবে ঝড়। গানের ঝড়। 'ব্যান্ড স্টর্ম' থেকে নিজেদের 'গানের দল' সম্পর্কে আনন্দবাজার ডট কমকে কী জানাল 'হুলিগানিজ়ম'?

Advertisement

'হুলিগানিজ়ম'কে ব্যান্ডের বদলে 'গানের দল' বলেই মনে করেন এই দলের অন্যতম সদস্য শুভদীপ গুহ। তাঁর কথায়, ''প্রথমত, আমরা ঠিক একটা ব্যান্ড বোধহয় নই, তার কারণ এক তো আমরা ৯ জনের একটা বিশাল বড়... কী বলব এটা, পার্টি? মেলা। আমার মনে হয় গানের দল বলা ভাল।'' তাঁর কথার রেশ ধরেই অনির্বাণ ভট্টাচার্য বলেন, ''আমরা আর দুই-তিনটি গান হিট করলে ভোটে দাঁড়াব।'' অভিনেতা-গায়কের কথায় হাসির রোল ওঠে।

ছয়টা ব্যান্ড, এক মঞ্চ। 'ব্যান্ড স্টর্ম' শুরুর আগের অনুভূতি প্রসঙ্গে শুভদীপ জানান, ''দারুণ লাগছে।'' শ্রোতাদের জন্য কী কী গানের ঝুলি সাজিয়ে রেখেছে 'হুলিগানিজ়ম' জানতে চাইলে অনির্বাণ বলেন, ''কলকাতার বুকে আমরা এর আগে দু'টি অনুষ্ঠান করেছি, ফলে আমাদের যে শ্রোতারা আগে শুনেছেন, তাঁরা কিছু গান হয়তো চেনেন। পরিচিত তাঁদের কাছে। তাঁদের কাছে বার্তা থাকতে পারে যে, 'ভালবাসার দেশ' আমরা গাইব। এটা একদমই একটি নতুন গান। তা ছাড়া কিছু গান আছে যার মধ্যে গান এবং কমেন্ট্রি দুটোই আছে। কারণ 'হুলিগানিজ়ম' গানের সঙ্গে সঙ্গে আমাদের সময়ের সমাজকে নিয়ে মন্তব্য করতে করতে যায়, রসিকতা ধরনের। এটা আমাদের সোশ্যাল মিডিয়ার আইডিতেও লেখা আছে। সেই ধরনের কিছু গানও থাকবে। কয়েকজন হয়তো জানেন আমাদের 'ইলন মাস্ক' বলে একটি গান আছে, যেটার আরেকটা নাম 'প্রার্থনা সঙ্গীত', সেই গানটিও কাল থাকবে।''

Advertisement

এত বছর পর আবারও কোনও বাংলা ব্যান্ড এতটা জনপ্রিয় হল, এটার মূল কারণ হিসেবে 'হুলিগানিজ়ম'-এর সদস্যরা 'মেলার গান' গানটিকেই মনে করেন। যদিও অনির্বাণের সংযোজন, ''আসলে এখনও এটাকে ব্যান্ড সঙ্গীতের পুনর্জন্ম বলার সময় আসেনি। এটা মূলত একটা গান হিট করেছে। ব্যান্ড তখনই হিট করে, তখনই বলা যেতে পারে যে ব্যান্ড কালচার পুনঃপ্রতিষ্ঠা পেল যখন দুটো জিনিস ঘটবে, এক 'হুলিগানিজ়ম'-এর পরিচিতির সঙ্গে মানুষ জুড়বেন। দুই, 'হুলিগানিজম'-এর মতো আরও কিছু দল তৈরি হবে। একটা গানের উপর ভিত্তি করে এটা বলা একটু বেশি তাড়াহুড়ো করে ফেলা হবে।''

পুজোয় কী প্ল্যান এই 'গানের দল'-এর? দেবরাজ ভট্টাচার্য বলেন, ''পুজোয় আমরা বিদেশে থাকব। আমেরিকায় ট্যুর করছি।''

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement