Celebrity Durga Puja Celebration

পুজোতে মায়ের হাতের রান্না মিস করব, বললেন নয়না

কলকাতার যাদবপুরের মেয়ে নয়না এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন। পেশার তাগিদে সেটাই এখন তাঁর ঠিকানা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১১:০৬
Share:

নয়না গঙ্গোপাধ্যায়।

‘চরিত্রহীন’ দেখেছেন? সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’? যদি দেখেন তা হলে নয়না গঙ্গোপাধ্যায় আপনার পরিচিত। আর যাঁরা দেখেননি, তাঁরাও জানেন, ওয়েব প্ল্যাটফর্মের এই মুহূর্তে নয়া সেনসেশন নয়না।

Advertisement

কলকাতার যাদবপুরের মেয়ে নয়না এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন। পেশার তাগিদে সেটাই এখন তাঁর ঠিকানা। কাজের চাপে এ বার পুজোয় কলকাতায় আসা হবে না। মন খারাপ করবে প্রিয় শহরের জন্য।

মুম্বইত থেকে ফোনে নয়না বললেন, ‘‘কলকাতার পুজো খুব মিস করব এ বার। স্পেশ্যালি মায়ের হাতের রান্না। মা ওখানে। আর আমি এখানে। শুটিং থাকবে বলে পুজোতে কলকাতায় এ বার যেতেও পারব না। পুজোর সময় তো বটেই, তা ছাড়া এমনিতেই মায়ের তৈরি খাবার এখানে এসে খুব মিস করি। তবে এখানে বাঙালিদের বেশ কিছু পুজো হয়। সেখানে যাই। অভিজিত্দার পুজোয় আমি তো ধুনুচি নাচও করেছিলাম। এ বছরও যাব।’’

Advertisement

আরও পড়ুন: নায়িকা হয়ে যাওয়ার ফলে পুজোর প্রেমটা তেমন হয়নি​

আরও পড়ুন: শুধুই চুমু নাকি আরও কিছু? সোহিনীকে জিজ্ঞেস করলেন আবির!​

অভিনেত্রী হয়ে জীবনটা অনেকটাই বদলেছে নয়না। তবুও পাড়ার পুজো, বন্ধুদের আড্ডা, ছেলেদের ঝাড়ি মারা— সবটাই এখনও জলছবি হয়ে রয়ে গিয়েছে নায়িকার মনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement