Celebrity Durga Puja Celebration

যিশুর পত্নী-প্রেম নিয়ে কী বললেন সৃজিত?

কার্তিক সেজে বেরনোর দিন নাকি শেষ! বলছেন সৃজিত।

Advertisement

স্রবন্তী বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৮ ১৭:৪৬
Share:

— নিজস্ব চিত্র।

ভাওয়ালের রাজা তাঁর পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, প্রিয় সঙ্গিনী শ্রীনন্দা শংকর আর তাঁর বিচারক অঞ্জন দত্তকে নিয়ে যখন রাজকীয় খাবারের মৌতাতে আড্ডা দিতে বসলেন তখন সেই আড্ডায় উঠে এল গড়িয়াহাটের রাস্তায় সৃজিতের বান্ধবীর সঙ্গে হাত ধরে হাঁটা, অঞ্জন দত্তর ‘এক যে ছিল রাজা’ নিয়ে মুগ্ধতা, শ্রীনন্দার পাম্পকিন সুপ ছেড়ে বিরিয়ানি খাওয়া আর যিশুর চোদ্দো বছর আগের এক প্রেমকাহিনি।

Advertisement

সিনেমার আড্ডায় এসে গেল রাজাদের রাজকীয় খাবার। নওসিজানের একের পর এক নবাবি খানা যখন সৃজিত আর যিশুর সামনে হাজির করা হল তখন নিশ্চয়ই যিশু আর সৃজিত মন গেয়ে উঠেছিল ‘মহারাজ এ কী সাজে!’

যুগলবন্দি আওধি বিরিয়ানি খেয়ে সৃজিত এক্কেবারে তৃপ্ত। বিরিয়ানিতে চিকেন, মটন, চিংড়ি।

Advertisement

আরও পড়ুন: দুর্গাপুজো মানেই তো আমার আর পঞ্চমের হিট গান: আশা ভোঁসলে​

আরও পড়ুন: পুজোয় ইমন কীসের আবদার করলেন বয়ফ্রেন্ড শোভনের কাছে?

‘‘আমার পাতে চিংড়ি কই? আঁতকে উঠলেন যিশু!’’

‘‘আমি আর কথা বলতে পারছি না, খাবারে ফিরি।’’ সৃজিত ডুবে গেলেন কাবাবে।

যিশুর বাড়িতে আড্ডা হলেই নওসিজানের বিরিয়ানি আসে, ‘‘আমি কিছু বলব না। শ্রীনন্দা খাচ্ছে না, ডায়েটে আছে। ও কথা বলবে।’’ যিশু মুহূর্তের জন্য খাওয়া থেকে অন্য দিকে ফিরতে চান না।

শ্রীনন্দা বাড়িতে পাম্পকিন সুপ খাবেন বলে বিরিয়ানি খেতে বসলেন।

‘‘পাম্পকিন সুপ?’’ সৃজিতের চোখ ছানাবড়া! ‘‘এটা কান থেকে ধুয়ে ফেলার জন্য আর একটু গলৌটি কাবাব দে যিশু! বিরিয়ানির আলুটা দেখ! উফফ!’’

‘‘নওসিজানের এটাই বৈশিষ্ট! বিরিয়ানিটা ‘এক যে ছিল রাজা’র মতো রাজকীয়। বিরিয়ানিতে প্রচুর মশলা দিয়ে ব্যাপারটা খিচুড়ির পর্যায়ে নিয়ে যায়নি,’’ যোগ করলেন যিশু।

বিরিয়ানি থেকে আড্ডা ঘুরল প্রেমে...

কার্তিক সেজে বেরনোর দিন নাকি শেষ! বলছেন সৃজিত।

তাঁর কাছে পুজোর নতুন গিফট মানে টাই আপ হল? হোর্ডিং লাগল?

‘‘ও পুজোতে চারটে হোর্ডিং গিফট দিয়েছে আমায়,’’ মজা করলেন যিশু।

যিশু পাড়ার পুজো নিয়ে ব্যস্ত, কিন্তু মেয়ে দেখা?

‘‘চোদ্দো বছর আগে এক জনকে দেখেছি, তাকে নিয়েই আছি।’’ যিশুর কথা শেষ না হতেই সৃজিত বললেন ‘‘জল...জল খাবো। একটা লেভেলের পর মিথ্যে নেওয়া যায় না...।’’

যিশুর দাবি, তিনি নাকি সব সত্যি বললেন! ‘‘সৃজিত মুখার্জি পুজোর সময় গড়িয়াহাটে এক জনের হাত ধরে হাঁটতে ভালবাসেন।’’ মিশর নয়, সৃজিত রহস্য ফাঁস।

‘‘আমি তো আমার কাস্টের হাত ধরে প্রমোশনে হাঁটি...’’

‘‘যে সময়ের কথা সে সময় আমি কাস্ট ছিলাম। কই হাঁটেনি তো!’’ যিশু উত্তেজিত।

দুর্গাপুজো মানেই এই বন্ধুত্বের খুনসুটি। ‘এক যে ছিল রাজা’র পরিচালক আর অভিনেতারা যখন আড্ডা দিতে বসেন তখন সেই আড্ডায় চলে আসে যিশু-সৃজিতের পুজো প্রেমের গল্প। ‘‘আমার কাছে দুর্গাপুজো মানে নান্দীকার নতুন নাটক কী করছে? সুনীল গঙ্গোপাধ্যায় কী লিখছেন? আর নাম করার পর পুজোর গান আর অনুষ্ঠান। তবে সবচেয়ে বড় দুর্গাপুজো আমার কাছে একটা ছোট মেয়ের জন্য দুর্গাপুজো করা ‘উমা’-তে,’’ বললেন অঞ্জন দত্ত।

ভিডিয়ো: অজয় রায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement