Durga Puja 2022

সোনালি পাগড়ি, লাল জামা, পুজোর আগে অন্য সাজে দেবশ্রী

দেবশ্রী মানে স্বতন্ত্র। দেবশ্রী মানে ৩৬ চৌরঙ্গী লেন, অপর্ণা সেনের প্রথম ছবি। দেবশ্রী মানে 'উনিশে এপ্রিল', ঋতুপর্ণ ঘোষের প্রথম ছবি।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪৩
Share:
০১ ০৮

ছোট্ট দেবশ্রী মানে তরুণ মজুমদারের 'কুহেলী'। আর সদ্য যুবতী মানে 'দাদার কীর্তি'।

০২ ০৮

দেবশ্রী মানে রুমকি-ঝুমকির নাচ। দেবশ্রী মানে রানি মুখার্জির অভিনয়ের অনুপ্রেরণা। এবং রানির মাসি।

Advertisement
০৩ ০৮

তা এ হেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দেবশ্রী কিন্তু বড্ড অভিমানী। চাপা। আর মন দিয়ে চলা এক নারী। হৃদয় দিয়ে চলে।

০৪ ০৮

অনেকটা বলিউডের রেখা যেমন। নিয়ম মেনে খাওয়া, যোগাসন, নাচ, নিজেকে গুটিয়ে রাখা এবং অবশ্যই প্রসেনজিতের থেকে নিজেকে একেবারে সরিয়ে রাখা।

০৫ ০৮

যেমনটি রাখে রেখা। বিগ বি-র চেয়ে দূরে। বহু দূরে। ঠিক তেমন। কাছে দূরের এই মাপ অবশ্য ওঁরা দুজনেই জানেন।

০৬ ০৮

তবে রাজনীতি করতে গিয়ে দেবশ্রী যখন বুঝলেন এটা তার পক্ষে সম্ভব নয়, ঠিক রেখার মতোই সরে গেলেন নিঃশব্দে।

০৭ ০৮

আর তাই অনেক ভেবে চিন্তে, আনন্দ উৎসবের সাজে তিনি বেছে নিলেন রেখার তিনটি লুক। একটি পরিপাটি বাঙালি 'দো আনজনে'। বাকি একটি 'খুন ভরি মাং' এবং তৃতীয়টি চিরপরিচিত মেটালিক লুকের রেখা।

০৮ ০৮

শ্যুটিং শেষে অবশ্য হাসতে হাসতে বললেন 'এত করেও আমি কিন্তু 'সেরা বাঙালি' নই।

পোশাক: মেড ইন বেঙ্গল, কেশবিন্যাস: জ্যোৎস্না, রূপটান: শুভেন্দু, ছবি: দেবাশিস, ভাবনা ও পরিকল্পনা: নিবেদিতা দে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement