মুক্তির পর এক মাসও পেরোয়নি। যে গতিতে বিতর্কে ছবিটির নাম জড়িয়েছিল, সেই গতিতেই বক্সঅফিসে উপার্জন করে ফেলেছে ‘ধুরন্ধর’। ১ হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলেছে ছবিটি।
আদিত্য ধরের পরিচালনায় ২০২৫ সালের ডিসেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’। স্পাই থ্রিলার ঘরানার এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ, অক্ষয় খন্নার মতো তারকারা। ছবিমুক্তির ২১ দিনের মাথায় ১ হাজার কোটি টাকার ক্লাবে জায়গা করে নিয়েছে।
‘ধুরন্ধর’ ছা়ড়াও বক্সঅফিসের ১ হাজার কোটি টাকার ক্লাবে নাম রয়েছে আরও আটটি ভারতীয় ছবির। সেই তালিকায় রয়েছে বলিপাড়ার দুই খানের ছবিও।
২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রুল— পার্ট ২’। অল্লু অর্জুন, রশ্মিকা মন্দনা, ফহাদ ফাসিল অভিনীত এই ছবিটি মুক্তির সাত দিনের মাথায় ১ হাজার কোটি টাকার ক্লাবে জায়গা করে নেয়।
অল্লুর ছবিটি বক্সঅফিসে নজির গড়ে অন্য ভাবেও। ‘পুষ্পা: দ্য রুল— পার্ট ২’ প্রথম ভারতীয় ছবি যা মুক্তি পাওয়ার পর সবচেয়ে কম সময়ের মধ্যে ১ হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলে।
‘পুষ্পা: দ্য রুল— পার্ট ২’ মুক্তির বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কল্কি ২৮৯৮ এডি’। দক্ষিণী ছবি হলেও এই সিনেমায় অভিনয় করেন অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোনের মতো বলি তারকারাও।
প্রভাস অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিটি মুক্তি পাওয়ার ২৫ দিনের মাথায় বিশ্বব্যাপী ১০৪২ কোটি টাকার ব্যবসা করে ১ হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলে।
চার বছরের বিরতির পর ২০২৩ সালে বলিপাড়ায় ‘কামব্যাক’ করেন শাহরুখ খান। একই বছরে পর পর তিনটি ছবি মুক্তি পায় বলিউডের ‘বাদশা’র। সেই তিনটি ছবির মধ্যে দু’টি ছবিই ১ হাজার কোটি টাকার ক্লাবে জায়গা করে নেয়।
২০২৩ সালের জানুয়ারি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘পাঠান’। মুক্তির ২৭ দিনের মাথায় বিশ্বব্যাপী ১০৫৫ কোটি টাকার ব্যবসা করে ১ হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলে শাহরুখের এই ছবি।
‘পাঠান’-এর চেয়ে কম সময়ে বেশি ব্যবসা করে একই বছরে মুক্তিপ্রাপ্ত শাহরুখের অন্য একটি ছবি। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণী ছবিনির্মাতা অ্যাটলির পরিচালনায় মুক্তি পায় ‘জওয়ান’।
মুক্তির ১৮ দিনের মাথায় বিশ্বব্যাপী ১১৬০ কোটি টাকার ব্যবসা করে ১ হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলে শাহরুখের ‘জওয়ান’।
২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় যশের ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ২’। কন্নড় ভাষার এই ছবিটি মুক্তির ১৮ দিনের মাথায় বিশ্বব্যাপী ১২১৫ কোটি টাকার ব্যবসা করে ১ হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলে।
১ হাজার কোটি টাকার ক্লাবে জায়গা করে নেওয়ার আগে আরও একটি নজির গড়ে ফেলে যশের ছবি। ‘কেজিএফ চ্যাপ্টার ২’ প্রথম কন্নড় ছবি যা মুক্তির ৩ দিনের মাথায় বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা উপার্জন করে।
২০২২ সালেই ১ হাজার কোটি টাকার ক্লাবে জায়গা করে নেয় আরও এক দক্ষিণী ছবি। রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ‘আরআরআর’ ছবিটি ১ হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে ফেলে।
‘আরআরআর’ মুক্তির ১৬ দিনের মাথায় বিশ্বব্যাপী ১২৩০ কোটি টাকার ব্যবসা করে। এই ছবির ‘নাটু নাটু’ গানটিও বিশ্বদরবারে প্রশংসিত হয়।
২০১৭ সালে এসএস রাজামৌলির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বাহুবলী ২: দ্য কনক্লিউশন’। প্রভাস, রাণা দগ্গুবতী অভিনীত এই ছবিটি মুক্তির ১০ দিনের মাথায় ১৭৮৮.০৬ কোটি টাকার ব্যবসা করে ১ হাজার কোটি টাকার ক্লাবে জায়গা করে নেয়।
২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আমির খান অভিনীত ‘দঙ্গল’। এই ছবিটি অবশ্য ১ হাজার কোটি টাকার ক্লাবে জায়গা করে নিতে অনেক সময় নিয়েছিল। বলিপাড়া সূত্রে খবর, ছবিটি মুক্তির ১৫৪ দিনের মাথায় তা ১ হাজার কোটি টাকার ক্লাবে নাম লেখায়।