কান পাতলেই বাংলার তারকাদের বাড়ি থেকে উলু ও শঙ্খধ্বনির আওয়াজ পাওয়া যাচ্ছে। ভোর থেকেই শুরু হয়েছে তোড়জোড়। কোজাগরী লক্ষ্মীপুজো বলে কথা! তারকারা যেমন নিজের মতো করে যেমন দেবীকে সাজিয়েছেন, তেমনই সেজেছেন নিজেরাও।
অপরাজিতা আঢ্য থেকে শুরু করে দেবলীনা কুমার, এনা সাহা, এক ঝলকে রইল অভিনেত্রী এবং তাঁদের দেবী বন্দনার ঝলক।
লক্ষ্মীপুজো মানেই সকাল থেকে বেজায় ব্যস্ত দেবলীনা কুমার। প্রতিমা বরণ থেকে পায়েস রান্না ও ভোগের আয়োজন, সবটাই সামলালেন নিষ্ঠা ভরে। দেবীর পাশাপাশি বেগুনি শাড়িতে অপরূপা তিনিও।
অপরাজিতা আঢ্যের বাড়ির লক্ষ্মী বন্দনা ছাড়া তো টলিউডের লক্ষ্মীপুজো অসম্পূর্ণ। এ দিন অভিনেত্রী নিজে সেজেছিলেন লাল শাড়িতে। দেবীর পরনে ছিল গোলাপি ঘাগরা-চোলি।
এ দিন পুজোর সাজে হাজির সন্দীপ্তা সেনও। বেগুনি রঙা শাড়ির সঙ্গে হাতে রংমিলান্তি চুড়ি ও গলায় লম্বা হার। পরিমিত সাজেই অপরূপা অভিনেত্রী।
অন্য দিকে আলপনা দিতে ব্যস্ত ‘লক্ষ্মীমন্ত’ পায়েল দে। পরনে সাজা শাড়ি। সঙ্গে ছিমছাম অলঙ্কার। মিষ্টি হাসিতেই নজরকাড়া নায়িকা।
কোজাগরীর সন্ধ্যায় লাল শাড়িতে অপরূপা নুসরত জাহান।
এনা সাহা ও সাক্ষী সাহা। ‘লক্ষ্মীমন্ত’ দুই বোন মিলেই সামলালেন পুজোর তোড়জোড়।
নিষ্ঠা ভরে পুজো দিলেন অর্কজা আচার্য।
লাল শাড়িতে নজর কাড়লেন সম্পূর্ণা লাহিড়ীও। শুভেচ্ছা জানালেন কোজাগরী লক্ষ্মীপুজোর। ( ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’)। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।