মহাষ্টমীর অঞ্জলি প্রায় শেষ, মণ্ডপে মণ্ডপে শুরু হচ্ছে হচ্ছে সন্ধিপুজোর প্রস্তুতি। আর সেই সময় চলছে আরও এক প্রস্তুতি। কীসের? আবাসনের সিংহাসনে কারা বসবেন সেটার বিচার!
আনন্দবাজার ডট কমের আবাসনের সিংহাসনের বিচারক হিসেবে আছেন অঙ্গনা রায়, শ্যামৌপ্তি মুদলি, রণজয় বিষ্ণু, দর্শনা বণিক।
বর্তমানে আবাসন ঘুরে ঘুরে তাঁরা বিচার করছেন কোন আবাসন সেরা হল। এখন কেবল সেরা কে হল সেটা জানা সময়ের অপেক্ষা।
আবাসনের সিংহাসনে বিচারের দিন দর্শনা বণিককে নীল রঙের শাড়িতে দেখা গেল। সঙ্গে পরেছিলেন হালকা গয়না।
অঙ্গনা রাত এ দিন নজর কাড়েন লাল পাড় নীল শাড়ি এবং মানানসই লাল ব্লাউজ়ে।
ছোট পর্দার 'গুড্ডি' এদিন 'লালেশ্বরী' হয়ে ধরা দিয়েছেন। তাঁকে দেখা গেল লাল শাড়ি এবং ম্যাচিং ব্লাউজ়ে। লাল চুড়ি, সোনালি ঝুমকো আর হাত খোঁপায় যেন অনন্যা লাগছেন।
অন্য দিকে রণজয় বিষ্ণু অষ্টমীর সাজ হিসেবে বেছে নিয়েছিলেন গোলাপি পাঞ্জাবি এবং কালো প্যান্ট।
অভিনেতার সাজকে অন্য মাত্রা দিয়েছে তাঁর গলায় থাকা সোনালি ওড়নাটি।
এ দিন শোলাঙ্কি রায়কে দেখা গেল সবুজ শাড়ি এবং সিলভার গয়নায়।
বিচারের ফাঁকে রণজয় এবং শ্যামৌপ্তিকে খুনসুটি করতে দেখা যায়।
অন্য দিকে এক ফ্রেমে ধরা দিলেন দর্শনা এবং অঙ্গনা।
আবাসনের সিংহাসনের বিচারের দিন তাঁদের প্রত্যেকের সাজ যে অষ্টমীর সকালের জন্য একে বারেই যথাযথ সেটা বলার অপেক্ষা রাখে না। (‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।) (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)