১। সারাটা বছর যেমনই কাটুক, বছরের এই ক’টা দিন মুম্বইয়ের মুখোপাধ্যায় পরিবার জমজমাট। নর্থ বম্বে সর্বজনীন দুর্গোৎসব বলে কথা! বাড়ির দুই কন্যা রানি মুখোপাধ্যায় ও কাজলের সঙ্গে দুর্গাপুজোর আয়োজনে সামিল হন তারকা থেকে সাধারণ সকলেই।
২। পঞ্চমী থেকেই শুরু হয়েছে অতিথিদের সমাগম। সপ্তমীতে মুখোপাধ্যায়দের পুজো দেখে বলা চলে এ যেন চাঁদের হাট। এক দিকে জয়া বচ্চন থেকে শুরু করে রণবীর কপূর, সুমনা চক্রবর্তী, অন্য দিকে স্বামী বৎসল শেঠ ও পুত্রকে নিয়ে উপস্থিত ছিলেন ঈশিতা দত্তও।
৩। জয়া ও তাঁর পর্দার বউমা কাজলের খুনসুটি ও মধুর সম্পর্ক বরাবরই মনে ধরে দর্শকদের। এ দিনেও এর ব্যতিক্রম হল না।
৪। জয়াকে দেখেই কাজল বলে উঠলেন, “আমি আসছি তোমার আলমারিতে তল্লাশি চালাতে।” আসলে বর্ষীয়ান অভিনেত্রীর শাড়িতেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন নায়িকা।
৫। আইভরি রঙের শাড়িতে সোনালি জরির কাজ। জয়ার শাড়ি দেখে প্রশংসায় পঞ্চমুখ হন কাজল। তাঁর নিজের পরনে ছিল হলুদ ব্লাউজ়ের সঙ্গে ঘিয়ে রঙের কাপড়।
৬। নীল কুর্তা পরে হাজির হন রণবীর কপূর। প্রথমে আসেন। সকলের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এর পর হাত জোড় করে এগিয়ে যান প্রতিমার দিকে।
৭। পুজোয় উপস্থিত ছিলেন বঙ্গতনয়া সুমনা চক্রবর্তীও। পরনে সোনালি ঝলমলে ব্লাউজ় ও গায়ে জড়ানো হলুদ শাড়ি।
৮। কন্যা খুবই ছোট। পুত্রকে নিয়েই হাজির অভিনেতা বৎসল শেঠ ও ঈশিতা দত্ত।
৯। আদ্যোপান্ত বাঙালি সাজে ধরা দেন রূপালি গঙ্গোপাধ্যায়ও।
১০। পুজোর ফাঁকে অয়ন মুখোপাধ্যায় এবং রানির সঙ্গে কোলাকোলি করতেও দেখা যায় তাঁকে। (‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।) (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ)।