Durga Puja Look

পিচ রঙা শাড়িতে মোহময়ী মিমি, স্বস্তিকার পরনে লালের ছোঁয়া, সপ্তমীতে শ্বেতশুভ্র পায়েল দে

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪৮
Share:
০১ ১০

উৎসবের দিন হোক বা নিত্য যাপন, তারকাদের সাজ নিয়ে বরাবরই মুখিয়ে থাকে দর্শকদের কৌতূহলী চোখ। কারও পরনে আভিজাত্যের ছোঁয়া, কেউ ছিমছামেই নজরকাড়া, সপ্তমীতে কেমন সাজলেন বঙ্গ তনয়ারা?

০২ ১০

শ্বেতশুভ্র সাজেই দ্যুতি ছড়ালেন অভিনেত্রী পায়েল দে।

Advertisement
০৩ ১০

মিমি চক্রবর্তীর পরনে ছিল পিচ রঙা শাড়ি। গলায় হারের বাহার থাকলেও তা ফিকে করতে পারেনি অভিনেত্রীর রূপের জৌলুসকে।

০৪ ১০

এ দিন হালকা আকাশি রঙের শাড়িতে ধরা দিলেন কোয়েল মল্লিক। যদিও অনুরাগীদের মূল আকর্ষণ ছিল অভিনেত্রীর কোলে খিলখিলিয়ে হাসতে থাকা ছোট কাব্য।

০৫ ১০

এই প্রথম বার মেয়ের সঙ্গে অনুরাগীদের আলাপ আলাপ করালেন নায়িকা।

০৬ ১০

শাড়ি নয়, সপ্তমীর সকালে স্বস্তিকা ধরা দিয়েছিলেন লাল পোশাকে। নেটিজেনদের অনুমান, এটি আনারকলিই বটে।

০৭ ১০

এক বছরও হয়নি ছোট্ট কৃষভির, কিন্তু মায়ের সঙ্গে প্রথম বার ঠাকুর দেখতে যাওয়ার সুযোগ কেউ ছাড়ে! বেগুনি রঙের শাড়িতে শ্রীময়ী চট্টরাজও হয়ে উঠলেন অপরূপা।

০৮ ১০

এ দিন মেয়ে ইয়ালিনির সঙ্গে রংমিলান্তি বেশে ধরা দিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরনে হলুদ শাড়ি। পরিমিত সাজেই অপরূপা রাজ-ঘরনি।

০৯ ১০

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু কলকাতার দর্শকও এক নামে চেনেন বিদ্যা সিন্‌হা মিমকে। আদ্যোপান্ত সাহেব সাজে শারদীয়া শুভেচ্ছা জানালেন তিনি।

১০ ১০

বেগুনি রঙা শাড়ি, চওড়া পাড়ে সূক্ষ্ম হাতের কারিগরি, খোঁপায় ফুল জুড়ে ধরা দিলেন সৌরসেনী মিত্র। ‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement