Momani's Vishwakarma puja

বিশ্বকর্মাপুজোর উপহার নীল ঘুড়ি ও চকোলেট! খুদেদের মন জয় করলেন ‘কল্কি’ মনামী

প্রাণখোলা হাসি মেখে একজোট হয়ে রয়েছে সব খুদেরা। মধ্যমণি মনামী ঘোষ।

Advertisement
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৯
Share:
০১ ১০

১। প্রাণখোলা হাসি মেখে একজোট হয়ে রয়েছে সব খুদেরা। মধ্যমণি মনামী ঘোষ।

০২ ১০

২। পরনে নীল শাড়ি। কপালে নীল টিপ।

Advertisement
০৩ ১০

৩। রোদ চশমায় দুই চোখ ঢেকে থাকলেও অভিনেত্রীর উচ্ছ্বাস আড়াল হয়নি কোনও ভাবেই।

০৪ ১০

৪। বিশ্বকর্মাপুজোর দুপুরটা এ ভাবেই জমে উঠল তনুজ ভোকেশনাল ট্রেনিং সোসাইটির খুদেদের সঙ্গে।

০৫ ১০

৫। মনামী এলেন। শিশুদের উপহার দিলেন। গল্প জুড়লেন এবং মন জয় করলেন।

০৬ ১০

৬। এ দিন বিশ্বকর্মাপুজো উপলক্ষে মনামী বিশেষ নীল রঙা ঘুড়ি উপহার দিলেন তাদের।

০৭ ১০

৭। সঙ্গে রকমারি চকোলেটস্‌।

০৮ ১০

৮। প্রিয় তারকাকে সামনে দেখে খুদে ভক্তদের উচ্ছ্বাসও যেন বাঁধভাঙা!

০৯ ১০

৯। কেউ হাত ধরল। কেউ এগিয়ে এল ছবি তুলতে। অভিনেত্রীও জড়িয়ে ধরে হাসি মুখে তাকালেন ক্যামেরার দিকে।

১০ ১০

১০। সদ্যই মুক্তি পেয়েছে মনামীর নতুন গানের ভিডিয়ো ‘কল্কি’। গানের প্রচারের ব্যস্ততার ফাঁকেই এ দিন যেন মিশে গেলেন শৈশবের সঙ্গে। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ। )

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement