Jagadhatri Puja Timing

তিথি নিয়ে মতানৈক্য, এ বারের জগদ্ধাত্রী পুজোয় বাড়তি পাওনা গোটা একটা দিন!

হুগলির চন্দননগরে পুজোর রীতিনীতি চলবে পাঁচ দিন ধরে।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৭:২১
Share:

প্রতীকী চিত্র।

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজোর পর এ বার দরজায় কড়া নাড়ছে জগদ্ধাত্রী পুজো। যার জেরে আর কয়েক দিন পরই ফের এক বার বাংলা জুড়ে ছড়িয়ে পড়বে উৎসবের বাতাবরণ। কিন্তু, এ বছর (২০২৫) জগদ্ধাত্রী পুজো কবে? ভিন্ন ভিন্ন পঞ্জিকা মতে পুজোর নির্ঘণ্টই বা কী? আসুন জেনে নেওয়া যাক।

Advertisement

তিথি নিয়ে মতানৈক্য - বাড়ল পুজো দেখার দিন:

বিভিন্ন পঞ্জিকা অনুসারে, এ বছর জগদ্ধাত্রী পুজোর তিথিতে কিছু ভিন্নতা দেখা দিয়েছে। মূলত নবমী ও দশমীর তারিখ নিয়েই এই মতভেদ। আর তাই, যে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, সেখানকার - অর্থাৎ - চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির তত্ত্বাবধানে এ বছর দু'টি পঞ্জিকার তারিখ মেনেই পুজো হবে। এর ফলে পুজো এ বার পাঁচ দিন ধরে চলবে!

Advertisement

এই হিসাবে পুজোর আনুষ্ঠানিক সূচনা হচ্ছে আগামী ২৭ অক্টোবর। ওই দিনই পড়েছে জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী। কিন্তু, নবমী ও দশমী তিথি নিয়ে মতানৈক্য রয়েছে। যেমন -

নতুন পূর্ণচন্দ্র পঞ্জিকা মতে: নবমীর পুজো হবে আগামী ৩০ অক্টোবর এবং দশমীর পুজো হবে আগামী ৩১ অক্টোবর।

রাষ্ট্রীয় পঞ্চাঙ্গম পঞ্জিকা মতে: নবমীর পুজো হবে আগামী ৩১ অক্টোবর (কারণ - ওই দিন সূর্যোদয়ের সঙ্গে নবমী তিথি পাওয়া যাচ্ছে) এবং দশমীর পুজো হবে আগামী ১ নভেম্বর (কারণ ওই দিন সূর্যোদয়ের সঙ্গে দশমী তিথি পাওয়া যাচ্ছে)।

এর ফলে যে পুজো কমিটি যে পঞ্জিকা অনুসরণ করে বা করবে, তারা সেই তারিখ অনুসারেই সংশ্লিষ্ট পুজোগুলি সারবে। এতে আখেরে দর্শনার্থীরা একটি অতিরিক্ত দিন ঠাকুর দেখার সুযোগ পাবেন!

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement