Bengali Graphic T-shirts in Kolkata

'আমি বাঙালি, বাংলাদেশি নই'! শারদোৎসবের ফ্যাশনে তীব্র হচ্ছে ভাষা প্রেম

পুজোর মরশুমে পোশাকেই প্রতিবাদ। দেশ জুড়ে বাঙালির উপর আক্রমণের ঘটনায় ধিক্কার জানাচ্ছে বাংলা স্লোগান লেখা টি-শার্ট।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৫
Share:

প্রতীকী চিত্র।

'আমি বাঙালি, বাংলাদেশি নই'! হ্যাঁ। শারদোৎসবের আবহেই বিক্রি বেড়েছে এই ধরনের টি-শার্টের। সম্প্রতি ভারতের নানা প্রান্তে, এমনকী, কলকাতাতেও বাংলায় কথা বলার জন্য বাঙালিদের হেনস্থা করার অভিযোগ উঠছে অন্য ভাষাভাষীদের একাংশের বিরুদ্ধে। বাংলাভাষী বা ভারতীয় বাঙালিদের সরাসরি ‘বাংলাদেশি’ বলে দেগে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই প্রেক্ষাপটে দুর্গাপুজোর মরশুমে বাঙালির জাত্যাভিমানের হাতিয়ার হচ্ছে পোশাক! 'আমি বাঙালি, বাংলাদেশি নই' - এমন সব স্লোগান লেখা টি-শার্ট বিকোচ্ছে দেদার।

Advertisement

কোথায় এবং কী ভাবে কিনবেন এই ধরনের টি-শার্ট বা পোশাক?

অনলাইন স্টোর:

Advertisement

জলছবি, বংমেড-সহ একাধিক অনলাইন স্টোরে বর্তমানে এই ধরনের স্লোগান লেখা টিশার্ট বিক্রি করা হচ্ছে। এ ক্ষেত্রে এই ওয়েবসাইটগুলিতে গিয়ে সরাসরি 'আমি বাঙালি', 'বাঙালি টি-শার্ট', বা ইংরেজি হরফে 'বেঙ্গলি স্লোগান টি-শার্ট' লিখে সার্চ করতে পারেন।

অফলাইন বা ফিজিক্যাল স্টোর:

নিউ মার্কেট: কলকাতার এই বিখ্যাত বাজারে বিভিন্ন ছোট ছোট দোকানে বাংলায় স্লোগান লেখা টি-শার্ট পাওয়া যায়। এখানে দামে কিছুটা ছাড়ও পেতে পারেন।

গড়িয়াহাট: এটি কেনাকাটার জন্য আরও একটি জনপ্রিয় স্থান। এখানকার ফুটপাথ এবং ছোট দোকানগুলিতে এই ধরনের টি-শার্ট বিক্রি হচ্ছে।

দাম কেমন হতে পারে?

টি-শার্টের দাম সাধারণত ডিজাইন, কাপড়ের মান এবং ব্র্যান্ডের ওপর নির্ভর করে। ভারতের বাজারে এই ধরনের টি-শার্টের দামের একটি সম্ভাব্য ধারণা নীচে দেওয়া হল -

সাধারণ মানের টি-শার্ট: ৩০০ থেকে ৬০০ টাকা।

উন্নত মানের কাপড় ও প্রিন্ট: ৬০০ থেকে ১,২০০ টাকা। কিংবা তার বেশিও হতে পারে।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement